বক্সঅফিসের হিসেবের ভবিষ্যদ্বাণী মিলে গেল। মাত্র ১৭ দিনেই সেঞ্চুরি হাঁকালেন আলিয়া ভাট। হ্যাঁ, একশো কোটির ঘরে ঢুকে পড়ল রাজি। এ ছবির একশো কোটির সাফল্য বক্সঅফিসের অনেক হিসেবে গুলিয়ে দিল। টাইগার জিন্দা হ্যায়, বদ্রীনাথ কি দুলহেনিয়ার মতো মূল ধারার বাণিজ্যিক ছবি ছাড়াও যে অন্যধারার ছবিও একশো কোটির দৌড়ে নাম লেখাতে পারে, তা দেখিয়ে দিল আলিয়ার রাজি। শুধু তাই নয়, এ ছবির সাফল্যের হাত ধরে এই নিয়ে তিনবার আলিয়ার কোনও ছবি সেঞ্চুরি করল। এর আগে নায়িকার টু স্টেটস ও বদ্রীনাথ কি দুলহেনিয়া একশো কোটির ঘরে নাম লিখিয়েছিল।
আরও পড়ুন, মাদাম তুসোয় কাজল যখন মোমের পুতুল!
মেঘনা গুলজারের রাজি যে একশো কোটির ঘরে ঢুকতে চলেছে, গত সপ্তাহেই তার আঁচ দিয়েছিলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। নারীকেন্দ্রিক ছবি হিসেবে তনু ওয়েডস মনু-র পরই রাজির মতো কোনও ছবি একশো কোটি ছুঁল, একথা ট্যুইট করে জানিয়েছেন তরণ আদর্শ। তরণের মতে, তনু ওয়েডস মনু একটা হিট ফ্র্যাঞ্চাইজি, সেদিক থেকে দেখতে গেলে রাজির মতো ছবি প্রথমবার বক্সঅফিসে পা রেখেই যেভাবে সাফল্য পেল তা নজিরবিহীন।
এখনও পর্যন্ত রাজির ব্যবসার অঙ্ক দাঁড়িয়েছে ১০২. ৫০ কোটি টাকায়। পদ্মাবত, সোনু কে টিটু কি স্যুইটি, বাগী ২-র পর চতুর্থ ছবি হিসেবে শেষ পর্যন্ত একশো কোটির ঘরে পা রাখল আলিয়া ভাটের এ ছবি।
রাজি ছবিতে আরও একবার নিজের অভিনয়ের মুন্সিয়ানা বুঝিয়ে দিয়েছেন মহেশ ভাট কন্যা। আম-আদমি থেকে সমালোচক, আরও একবার সকলের মন জয় করেছেন আলিয়া।