মুক্তি পেল মেঘনা গুলজার পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি রাজি। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আলিয়া ভাটকে। ছবির গল্পের ওঠা-নামা এবং টানাটান উত্তেজনা নিয়ে প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি আলিয়া ভাটের অভিনয়কেও সেলাম জানিয়েছে বি-মহলও।
ছবির ট্রেলার দেখে আন্দাজ করাই গেছিল পরিচালক হিসেবে মেঘনা গুলজারের টুপিতে আরও একটি নতুন পালক হবে রাজি ছবিটি।পরিচালক একটি সাক্ষাতকারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন এছবির তিনটি মূল উপাদান হল প্রেম, বিশ্বাসঘাতকতা এবং দেশপ্রেম।
আরও পড়ুন : বায়োস্কোপওয়ালা ট্রেলার: কাবুলিওয়ালার চরিত্রে ড্যানি
রাজি দেখবার পর রাজকুমার হিরানি, তাপসী পান্নু সমেত অনেক সেলেবই আলিয়ার অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। ছবির দেশাত্ববোধক গানগুলিও বেশ সাড়া জাগিয়েছে ইতিমধ্যেই। অভিনেত্রী হিনা খান রাজি ছবির দিলবরো গানটি গেয়ে পোষ্ট করেছেন ট্যুইটারে ।
Being a Kashmiri girl myself I know how simplicity can be breathtakingly beautiful. This song surely takes me back to the most beloved memory lanes. Thank you @meghnagulzar @Shankar_Live @aliaa08 @HarshdeepKaur for rejuvenating our folk songs.. #Dilbaro My best wishes for #Raazi pic.twitter.com/OxonJ7eCfE
— HINA KHAN (@eyehinakhan) May 7, 2018
১৯৭১ এর ভারত পাক যুদ্ধ ঘিরে তৈরি রাজি। ঐতিহাসিক পেক্ষাপটকে তুলে ধরতে ছবির শ্যুটিং হয়েছে কাশ্মীরে। বাবার (রজিত কাপুর) কথায় আলিয়া ভাট অর্থাৎ পর্দার সেহমত ভারত থেকে পাকিস্থানে যায় একজন গুপ্তচর হয়ে। সেখানে আলিয়ার বিয়ে হয় একজন পাকিস্তানি অফিসারের (ভিকি কুশল) সঙ্গে। স্ত্রী হিসাবে, কুশলের সঙ্গে আলিয়ার রসায়ন নিঃসন্দেহে নজর কাড়বে। পাকিস্থানি অফিসারের চোখের দিকে আলিয়ার চাহনি, তাদের প্রেমের রসায়নটিকে রীতিমত বিশ্বাসযোগ্য করে তুলেছে বলাই বাহুল্য।
আরও পড়ুন : মুক্তি পেল সৃজিতের পরের ছবি উমার নতুন গান, আলস্য!
কাশ্মীরী গুপ্তচর হিসাবে ও আলিয়ার অভিনয় বেশ দৃঢ়, সুপ্রতিষ্ঠিত এবং যথেষ্ট বিশ্বাসযোগ্য। প্রতিকূল পরিস্থিতিতেও তথ্য সংগ্রহ করতে পিছুপা হয়না সেহমত। গল্পটি তৈরি হয়েছে তাঁর বীরত্ব এবং সম্মানের ওপর ভর করে ।
#OneWordReview...#Raazi: TERRIFIC.
Rating: ⭐️⭐️⭐️⭐️
A meritorious story that deserves to be told... Brilliantly narrated by Meghna Gulzar... @aliaa08, you’re a powerhouse of talent... #Raazi unlocks your true potential as an actor... Take a bow, Team #Raazi. pic.twitter.com/8oXqOCFKnz
— taran adarsh (@taran_adarsh) May 10, 2018
Saw #raazi. It’s an outstanding film and @meghnagulzar a master storyteller. Watch it for a great story and amazing performances from @aliaa08 @vickykaushal09 and all others. Salutes @JungleePictures @karanjohar
— Rajkumar Hirani (@RajkumarHirani) May 10, 2018
old
One of the major USPs of #Raazi is its taut screenwriting... Keeps you hooked from Scene A to Z... Vicky Kaushal excels... Rajit Kapoor, Shishir Sharma, Jaideep Ahlawat, Amruta Khanvilkar and Soni Razdan - every actor sparkles in this edge of the seat thriller... MUST WATCH!
— taran adarsh (@taran_adarsh) May 10, 2018
#Raazi is phenomenal!! One of the best films I have seen with performances that will stay with you forever!! Huge congrats @meghnagulzar @DharmaMovies ???????????????? @vickykaushal09 , u & the entire cast are pitch perfect, so brilliant! And @aliaa08 .. (cont) pic.twitter.com/hED3HHe0i6
— Sophie Choudry (@Sophie_Choudry) May 10, 2018
It’s simply SUPERB! Please open the flood gates at the box office for this one ! Rarely a film meets expectations n this is bang on! #Raazi
Congratulations @meghnagulzar @karanjohar @vineetjaintimes @aliaa08 @vickykaushal09 ????????????????????????????????????????— taapsee pannu (@taapsee) May 9, 2018