/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/rachana.jpg)
rachana banerjee- কী আশঙ্কা করছেন রচনা? ছবি-ইনস্টা
TMC Candidate Rachana: রচনা বন্দোপাধ্যায় রাজনীতিতে আসার পর থেকেই নানা আলোচনা চলছে। বলাই বাহুল্য, হুগলি লোকসভা জুড়ে ভাইরাল নানা মিম। এমনকি লকেট এবং রচনার মধ্যে যে রাজনৈতিক লড়াই হতে চলেছে সেই নিয়েও হচ্ছে নানা আলোচনা।
এরই মধ্যে বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো সঞ্চালিকা রচনা ( Rachana Banerjee ) মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে নিজের জায়গা জানিয়ে দিয়েছেন। কিন্তু, এতসবের মাঝে যে কারণে তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছেন সেটা কি মিস করতে চলেছেন? অভিনেত্রীর দিদি নম্বর ওয়ানের কী খবর? সেই শোয়ে আর থাকবেন না তিনি?
যেকারনে, বাংলার দিদিদের ঘরে ঘরে তিনি পৌঁছে গিয়েছেন সেই শোয়ের শুটিং যে ক্ষতিগ্রস্থ হবে সেকথা সাফ জানিয়েছেন তিনি। তাহলে কিভাবে সামলাবেন সবকিছু? আর্বানা থেকে হুগলি রোজ আসা নেহাতই সহজ কাজ নয়। পারবেন? দিদি নম্বর ওয়ান ( Didi Number One ) ক্ষতিগ্রস্থ হবে না?
আরও পড়ুন - TMC Candidate List: ভোটের উত্তাপ সোশ্যাল মিডিয়ায়, রচনা-লকেটকে নিয়ে মিমযুদ্ধে নেটজনতা
অভিনেত্রী এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন লোকসভার জন্য দিদি নম্বর ওয়ানের শুটিং ক্ষতিগ্রস্থ হতে পারে। কী বললেন রচনা? অভিনেত্রী বললেন, দিদি নম্বর ওয়ানের শুটিং ক্ষতিগ্রস্থ হতে চলেছে। আমি এখন লোকসভার প্রচারে অংশ নিতে চলেছি। প্রচারের ফাঁকে এসে রাত্রে শুটিং করে যাব। এখানেই শেষ নেই। অভিনেত্রী, রাজনীতিতে জুড়লেন কেন?
এই প্রসঙ্গে বলেন, অনেক দিন ধরে শুনে আসছি। মানুষের জন্য কাজ করতে গেলে ক্ষমতা লাগে, প্ল্যাটফর্ম লাগে। আর এর থেকে বড় প্ল্যাটফর্ম আর হয় না। সেই কারণেই আসা।