Advertisment
Presenting Partner
Desktop GIF

Radhika Maternity shoot: খোলামেলা পোশাকে 'বোল্ড' মেটারনিটি ফটোশ্যুট, প্রেগন্যান্সির জার্নি নিয়ে কী লিখলেন রাধিকা?

Radhika Apte: খোলামেলা পোশাকে বোল্ড অবতারে মেটারনিটি ফটোশ্যুটে মাত দিয়েছেন রাধিকা। ফটো শেয়ার করে কী লিখলেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
খোলামেলা পোশাকে 'বোল্ড' মেটারনিটি ফটোশ্যুট

খোলামেলা পোশাকে 'বোল্ড' মেটারনিটি ফটোশ্যুট (ছবি সৌজন্যে: ভোগ ম্যাগাজিন)

Radhika Apte Pregnancy Shoot: সপ্তাহ খানেক আগেই রাধিকা আপ্তে জানান তিনি অন্তঃসত্ত্বা। লন্ডনের চলচ্চিত্র উৎসবে রাধিকার বেবি বাম্প সকলের নজরে আসে। প্রেগন্যান্সিতেও খুব একটা ছবি বা ভিডিও শেয়ার করেননি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর দিয়েছেনপার্চড খ্যাত অভিনেত্রী রাধিকা আপ্তে।

Advertisment

কালো রঙের হাইনেক সোয়েটার পরে ল্যাপটপের সামনে বসে অভিনেত্রী। আর কোলে ছোট্ট সোনা। যা দেখে বোঝা গেল মা হয়েছেন রাধিকা। ছবির ক্যাপশনের মাধ্যমে বুঝিয়েছেন রাধিকার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। 

একরত্তিকে স্তন্যপান করানোর মধ্যেই ল্যাপটপে কাজ করছেন রাধিকা। অভিনেত্রী জানিয়েছেন, মেয়ের জন্মের এক সপ্তাহের মধ্যেই কাজে ফিরেছেন রাধিকা। পরিবারে লক্ষ্মীর আগমেন খুশি অভিনেত্রী। মেয়েকে নিয়ে হাসি মুখে মিটিং সারছেন রাধিকা আপ্তে। সমাজমাধ্যমের পেজে রাধিকা শেয়ার করলেন বেবি বাম্পের ছবি।

ফটোশ্যুটের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। উল্লেখ্য, সন্তান জন্মের আগে মেটারনিটি ফটোশ্যুটের ছবি শেয়ার না করেননি। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য করা ফটোশ্যুটের ছবি শেয়ার করে প্রেগন্যান্সির জার্নির কথা লিখলেন রাধিকা আপ্তে। 

Advertisment

তিনি লেখেন, 'আমার প্রেগন্যান্সিটা কোনও দুর্ঘটনা ছিল না। তবে এখনও এটা আমার কাছে খুব আশ্চর্যের। সন্তানের জন্মের এক সপ্তাহ আগে এই ফটোশ্যুট করেছি। এটাই সত্যি যে, প্রেগন্যান্সির জার্নিতে আমার যে পরিশ্রম, আমার চেহারার বদল সেটাই তুলে ধরতে চেয়েছিলাম।

অভিনেত্রী যোগ করেন, 'শরীরের ওজন বেড়েছিল। কিন্তু, আমি সেই দিকে তাকাইনি। আমার শরীর ধীরে ধীরে ফুলেছে।  পেলভিসে ব্যথা হত। রাতে ঘুম কম হওয়ার জন্য অনেক সমস্যা তৈরি হয়েছিল। মাতৃত্বের দুসপ্তাহ কাটতেই আমার চেহারায় ফের বদল ঘটেছে।'

অন্তঃসত্ত্বাকালীন ছবি পোস্ট করে রাধিকা আরও লেখেন, 'নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, নতুন অনেক কিছু আবিষ্কার করেছি। ভিন্ন আঙ্গিকে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি। এই ছবিগুলোতে সেই সময়ে কঠিন জার্নির ছাপ একেবারে স্পষ্ট। কিন্তু, আজ যখন এগুলো দেখছি তখন ওই পরিবর্তনগুলো উপভোগ করছি। ভবিষ্যতেও আমি এই ছবিগুলো দেখে আনন্দ পাব।'

আরও পড়ুন: মিটিংয়ের মাঝেই লক্ষ্মীছানাকে স্তন্যপান, ছবি পোস্ট করে সুখবর শেয়ার রাধিকার

Radhika Apte Bollywood News bollywood movie bollywood actress
Advertisment