Radhika Apte: মিটিংয়ের মাঝেই লক্ষ্মীছানাকে স্তন্যপান, ছবি পোস্ট করে সুখবর শেয়ার রাধিকার

Radhika Apte Breastfedding: একরত্তিকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন রাধিকা আপ্তি। সাত দিনের মেয়েকে নিয়েই মিটিং সারলেন। ছবি শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসলেন নিউলি মাম্মি।

author-image
Kasturi Kundu
New Update
'মিটু' নিয়ে সরব হয়েছেন যে ভারতীয় অভিনেত্রীরা

সাত দিনের মেয়েকে স্তন্যপানের মাঝেই মিটিং রাধিকার

Radhika Apte Baby Girl: বিটাউনের সফল অভিনেত্রীদের মধ্যে একজন রাধিকা আপ্তে। সিনেমা-সিরিজে তাঁর অবদান উল্লেখযোগ্য। ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কারও। সই বিয়ের আগে বিদশি প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন রাধিকা আপ্তে। ২০১৩-এ কাছের বন্ধুবান্ধব ও আত্মীরস্বজন নিয়ে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। লাইমলাইট থেকে আপাতত দূরেই রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়াতেও খুব একটা প্রকাশ্যে আনেন না।

Advertisment

তবে সপ্তাহ খানেক আগে রাধিকা আপ্তে জানান তিনি অন্তঃসত্ত্বা। লন্ডনের চলচ্চিত্র উৎসবে রাধিকার বেবি বাম্প সকলের নজরে আসে। প্রেগন্যান্সিতেও খুব একটা ছবি বা ভিডিও শেয়ার করেননি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ছবি পোস্ট করলেন রাধিকা আপ্তে।

Advertisment

কালো রঙের হাইনেক সোয়েটার পরে ল্যাপটপের সামনে বসে অভিনেত্রী। আর কোলে ছোট্ট সোনা। যা দেখে বোঝা গেল মা হয়েছেন রাধিকা। ছবির ক্যাপশনের মাধ্যমে বুঝিয়েছেন রাধিকার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান।

একরত্তিকে স্তন্যপান করানোর মধ্যেই ল্যাপটপে কাজ করছেন রাধিকা। অভিনেত্রী জানিয়েছেন, মেয়ের জন্মের এক সপ্তাহের মধ্যেই কাজে ফিরেছেন রাধিকা। পরিবারে লক্ষ্মীর আগমেন খুশি অভিনেত্রী। মেয়েকে নিয়ে হাসি মুখে মিটিং সারছেন রাধিকা আপ্তে। 

আরও পড়ুন: সোনার জরি বসানো কাঞ্জিভরমে সুসজ্জিত নববধূ কীর্তি, শাড়ি তৈরিতে কত ঘণ্টা সময় লেগেছে ?

সুখবর শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন রাধিকা। টেলি অভিনেত্রী মোনা সিং, বিজয় বর্মা, জোয়া আখতার, অক্ষয় ওবেরয় সহ আরও অনেকেই মা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।  সাম্প্রতিক কালে রাধিকা Etimes-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে আনতে মোটেই ভালবাসেন না তিনি।

প্রেগন্যান্সি নিয়েও কেন কিছু বলেননি রাধিকা? রাধিকার যুক্তি, ভেবেছিলেন বেবি বাম্প সেভাবে কারো নজরে আসবে না। কিন্তু, সকলের নজরে এসে যায়। যদি কোনও প্রিমিয়ার না হত তাহলে কেউ বুঝতেও পারত না। প্রেগন্যান্সির জার্নি যে মোটেই খুব একটা সহজ ছিল না সেই কথাও সংবাদমাধ্যমের সামনে বলেন রাধিকা আপ্তে। 

bollywood movie Bollywood News bollywood actress Radhika Apte