দুর্গাপুজোকে (Durga Puja 2021) কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। কুমিল্লা থেকে হাজিগঞ্জ, চট্টগ্রাম, বাঁশখালি, কক্সবাজারের একাধিক মন্দিরে দুর্গামূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটে। সাম্প্রদায়িক এই হানাহানিতে নিহতের সংখ্যা একাধিক। এদিকে শেখ হাসিনা সরকার কঠোর পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিলেও থামতে নারাজ এদেশের হিন্দুত্ববাদীরা। বাংলাদেশেও একই চিত্র। অন্যদিকে কোরান অবমাননার অভিযোগে ইসকন মন্দিরে ভাঙচুর চালানো হয়, সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর পুড়িয়ে ফেলার খবরও প্রকাশ্যে আসছে। সাম্প্রদায়িক অসহিষ্ণুতার রং ছড়িয়ে অশান্ত বাংলাদেশ। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন রফিয়াৎ রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)।
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) স্ত্রী তথা অভিনেত্রী আদতে পদ্মাপারের। কাজের সূত্রে প্রায়ই কলকাতা-বাংলাদেশ করেন। ভিনধর্মে বিয়ে করার জন্য মিথিলাকেও কম কটাক্ষ শুনতে হয়নি। পাল্টা মুখ খুলেছিলেন সৃজিত-পত্নীও। এবারও যখন বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো নিয়ে বাংলাদেশে অশান্তির সূত্রপাত, তখনও চুপ থাকলেন না। সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ জানালেন মিথিলা।
<আরও পড়ুন: অসহ্য যন্ত্রণায় দিনের পর দিন শয্যাশায়ী, শো বন্ধ করতে বাধ্য হন কপিল শর্মা>
সৃজিত-ঘরণির কথায়, ভবিষ্যৎ প্রজন্মের কথা খেয়াল রেখে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা বন্ধ করা উচিত। সবার ওপরে মানবতাই প্রাধান্য পাক। মিথিলার মন্তব্য, "ধর্মের নামে রাহাজানি বন্ধ হোক। ঘৃণার ব্যবসা বন্ধ হোক। সবার উপর মানুষ, মানবতা সত্য হোক। ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবনের জন্য একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়া আমাদের দায়িত্ব।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন