তামিল হরর কমেডি ছবি কাঞ্চনা-র হিন্দি রিমেক লক্ষ্মী বম্ব। আর এপ্রিল মাসে এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাওয়ার পর আবারও অক্ষয় কুমার অভিনীত ছবিতে পরিচালনার দায়িত্ব নিলেন রাঘব লরেন্স। টুইটারে একটি পোস্ট করে রাঘব লরেন্স জানিয়েছেন, ছবিটা ছেড়ে যাওয়ার জন্য তার কাছে অনেক কারণ ছিল এবং এগুলোর মধ্যে একটা হল তার অনুমতি নেওয়ার আগেই এই ছবির ফার্স্টলুক পোস্টার মুক্তি পেয়েছিল। আর তার পোস্টার ডিজাইন পছন্দও হয়নি।
অভিনেতা-পরিচালক বললেন তিনি ''ভীষণ অসম্মানিত ও হতাশ হয়েছেন।'' লরেন্স তবুও তার চিত্রনাট্য প্রযোজককে ব্যবহার করতে দিয়েছেন কারণ তিনি অক্ষয় কুমারকে শ্রদ্ধা করেন। তারপরে ছবির কাস্ট ও ক্রিউকে শুভেচ্ছাও জানিয়েছিলেন রাঘব।
আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগ মিথ্যে, ক্লিনচিট পেলেন বিকাশ বহেল
এদিন টুইট করে রাঘব তাঁর প্রজেক্টে যোগ দেওয়ার কথা জানিয়েছেন সকলকে। সেই সঙ্গে অক্ষয় কুমারকে ধন্যবাদ দিয়েছেন। 'কাঞ্চনা' দক্ষিণের খুবই জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি। এবছর ১৯ এপ্রিল ওই ছবির একটি সিকোয়েলও মুক্তি পেয়েছে। সেখানেও যথারীতি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রাঘবা লরেন্স। কাঞ্চনা ছবিটি জনপ্রিয় হওয়ার একটি কারণ হল এখানে ভূত আসলে একজন রূপান্তরকামী যাকে কি না খুন করে এক রাজনৈতিক নেতার দলবল। সেই প্রতিশোধ নিতেই ভূত হয়ে ফিরে আসে কাঞ্চনা এবং গল্পের নায়ক তাকে সেই প্রতিশোধ নিতে সাহায্য করে।
Read the full story in English