Advertisment
Presenting Partner
Desktop GIF

Raha Kapoor Unseen Photo : গোলাপি সুইমিং স্যুট-শাওয়ার ক্যাপ, কে এই গোলুমোলু স্টার কিড?

Ranbir Kapoor And Alia Bhatt Daughter: গোলাপি সুইমিং স্যুট আর ম্যাচিং শাওয়ার ক্যাপ। হাতে গোলাপি গ্লাস। সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল স্টার কিডের ছবি। দেখুন তো চিনতে পারেন কিনা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
, কে এই গোলুমোলু স্টার কিড?

, কে এই গোলুমোলু স্টার কিড?

Raha Kapoor Photo : ২০২২- এর ৬ নভেম্বর। এই দিনটা রণবীর কাপুর ও আলিয়া ভাটের জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। কারণ ৬ নভেম্বর তারকা দম্পতির জীবনে এসেছে তাঁদের ছোট্ট সোনা রাহা কাপুর। একরত্তি রাহার জন্মের আগে হাসপাতালের বিছানা থেকে সোনোগ্রাফির ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন আলিয়া। ২০২৩-এর ২৫ ডিসেম্বর প্রথমবার রাহাকে সকলের সামনে আনলেন রণবীর-আলিয়া। এরপর থেকে ছোট্ট রাহার নানান মুহূর্তের দুষ্টু-মিষ্টি ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সেলেব পেরেন্টস। গত ৬ নভেম্বর ধুমধাম করে রাহার দ্বিতীয় জন্মদিন পালন করেছে কাপুর ফ্যামিলি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। 

Advertisment


১৪ নভেম্ব শিশুদিবস উপলক্ষে এবার সমাজমাধ্যমের পেজে স্টার কিডের একটি ছবি বেশ ভাইরাল। যেখানে গোপালি সুইমিং স্যুটে নজর কেড়েছে গোলুমোলু রাহা। ছোট্ট রাহার পরনে শুধু সুইমিং স্যুটই নেই, রয়েছে শাওয়ার ক্যাপও। গোলাপি রঙের গ্লাস হাতে ক্যামেরার দিকে পোজ দিয়েছে একরত্তি রাহা। এই ছবিতে লক্ষ্মীমেয়ে রাহার কিউটনেস কিন্তু, একেবারে ওভারলোডেড। জঙ্গল থিমে সেলিব্রেট হয়েছে রাহার দ্বিতীয় জন্মদিন। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। 


জন্মদিনের সেই বিশেষ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিদিমা সোনি রাজদান ও মাসি পূজা ভাট। জন্মদিনে আলিয়াও রাহার একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে মায়ের বাহুডোরে চুপটি করে রয়েছে। কাজের ব্যস্ততার মাঝেও রাহার সঙ্গে কোয়ালিটি সময় কাটান রণবীর-আলিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত জিগরা। 

আরও পড়ুন : সুকুমার রায়ের আবোল-তাবোল ঠোঁটস্থ, 'অবাঙালি' বিদ্যার বাংলা উচ্চারণে ভুল হল না তো?


ইন্ডাস্ট্রির কানাঘুষো ব্রহ্মাস্ত্রর দ্বিতীয় পর্বে দেখা যাবে রণবীর ঘরণীকে। ২০২৬-এ মুক্তি পেতে পারে আলিয়ার পরবর্তী ছবি। ব্রহ্মাস্ত্র ২-এর মাধ্যমে আরও একবার দর্শক দেখতে পাবে রণবীর-আলিয়া জুটি। এছাড়াও ভিকি কৌশলের সঙ্গে রণলীয়ার 'লাভ অ্যান্ড ওয়ার' -ও ২০২৬ এ মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। 

Bollywood Couple Bollywood Actor ranbir kapoor alia bhatt Bollywood News bollywood actress
Advertisment