Advertisment
Presenting Partner
Desktop GIF

Vidya Balan recited Abol-Tabol: সুকুমার রায়ের আবোল-তাবোল ঠোঁটস্থ, 'অবাঙালি' বিদ্যার বাংলা উচ্চারণে ভুল হল না তো?

Vidya and Rajesh Sharma: বিদ্যার সঙ্গে অভিনেতা রাজেশ শর্মা। যিনি, বাংলা টেলিভিশন এবং থিয়েটারের বেশ জনপ্রিয় মুখ। তিনি এবং বিদ্যা একসঙ্গে পাঠ করলেন সুকুমার রায়ের আবোল তাবোল থেকে সুপাত্র কবিতাটি। রাজেশ শর্মা জানালেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
vidya balan

Vidya Recited Abol-Tabol: সুপাত্র পাঠ করলেন বিদ্যা...

Vidya Balan-Abol Tabol: বিদ্যা বালান জন্মগত বাঙালি না হলেও মনে প্রাণে বাঙালি, একথা তিনি একবার নিজেই জানিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষের শোয়ে। আর এবার তাঁর আরও একটি প্রমাণ দিলেন। নিজের সমাজ মাধ্যমেই একটি ভিডিও তিনি আপলোড করলেন...

Advertisment

সঙ্গে আরেক বাঙালি অভিনেতা। অভিনেত্রীর শুরুটা হয়েছিল বাংলা ছবি দিয়েই। তারপর পরিণীতা ছবিতে ললিতার চরিত্র আর ফিরে তাকাতে দেয়নি তাঁকে। বাংলার প্রতি তাঁর অগাধ টান। যেমন বাংলা বলতে ভালবাসেন তেমনই বাংলার সাহিত্য থেকে সংস্কৃতির প্রতিও তাঁর প্রবল ঝোঁক। সেরকমই দেখা গেল বিদ্যাকে একটি কবিতা উপস্থাপনা করতে। 

আরও পড়ুন  -   Mimi Chakraborty: মিমির দেখভালে খামতি রাখেন না যিনি, ১৩ বছরের সঙ্গীর জন্য বিশেষ আয়োজন অভিনেত্রীর

বিদ্যার সঙ্গে অভিনেতা রাজেশ শর্মা। যিনি, বাংলা টেলিভিশন এবং থিয়েটারের বেশ জনপ্রিয় মুখ। তিনি এবং বিদ্যা একসঙ্গে পাঠ করলেন সুকুমার রায়ের আবোল তাবোল থেকে সুপাত্র কবিতাটি। রাজেশ শর্মা জানালেন...

ম্যাম, যে কবিতাটি আপনাদের এখন শোনাতে যাচ্ছেন সেটি সুকুমার রায়ের। পরিচালক সত্যজিৎ রায়ের যিনি বাবা। তিনি বাংলা সাহিত্যের এক অনবদ্য শ্রষ্টা। উনার একটি সৃষ্টি যার নাম আবোল তাবোল। সেখান থেকে একটি ছোট্ট অংশ সুপাত্র সেটা উনি পাঠ করে শোনাবেন। এরপরই বিদ্যা বলেন....

এই কবিতাটা অনেক বছর আগে রাজেশ শর্মা নিজেই আমায় শিখিয়েছিলেন। দেখি, আজ কতটা মনে আছে। বিদ্যা সেই ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করে লিখলেন... "ভুল ভুলাইয়া ৩ শুটিংয়ের সময়, আমি দেখার চেষ্টা করছিলাম যে আবোল তাবোল আদৌ আমার মনে আছে কিনা। যেটা বহুবছর আগে আমার সহকর্মী এবং বন্ধু রাজেশ শর্মা আমায় শিখিয়েছিলেন। ৭ বছর আগের গল্প সেটা।"

আরও পড়ুন  -   Chandan Sen On Manoj Mitra : 'বড় সুযোগ হারালে', চন্দন সেনের মা-কে কেন বলেছিলেন মনোজ মিত্র?

বিদ্যা যেভাবে রাজেশকে সঙ্গ দিয়ে গেলেন, অনেক বাঙালির পক্ষে সেটা সম্ভব না। "শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে...", সুকুমার রায়ের এই কবিতা কেমন নিখাদ বাংলায় বলে গেলেন দুজনে। কোনও শব্দে গলদ নেই। শুনলে মনে হবে দুজনেই যেন জন্মসূত্রে বাঙালি। তাঁদের এই অদ্ভুত সুন্দর যুগলবন্দী দেখে প্রশংসা করছেন সমাজ মাধ্যম।

কেউ বলছেন, বাংলা এদের দুজনেরই প্রথম ভাষা না, তারপরেও কী সাধারণভাবে বলে গেলেন এত সুন্দর কবিতা। আবার কারওর কথায়, শুনে কিছুই বুঝলাম না, তবে দারুণ লাগল শুনতে। কেউ বললেন, দেখুন এদের। আবার কিছু কিছু বাঙালিদের বাংলা আসে না ঠিক করে। 

bollywood Bollywood Actor vidya balan bollywood actress
Advertisment