Ranbir Kapoor kissed Alia Bhatt: নতুন বছরের শুরুতে, তারকারা দিব্যি ছুটি কাটাতে যাচ্ছেন। আলিয়া ভাট ( Alia Bhatt ) সপরিবারে উড়ে গিয়েছেন থাইল্যান্ডে। সেখান থেকে নানা ছবি প্রকাশ্যে আসছে। প্রথম দিন, নববর্ষ উদযাপনের ছবি সকলকে দেখিয়েছিলেন, নিতু সিং এবং রিধিমা কাপুর। কিন্তু, গতকাল আলিয়া যে ছবি আপলোড করেছেন তাতে যা কান্ড...
স্বামী সন্তানকে নিয়ে, দিব্যি ঘুরছেন আলিয়া। বেশ কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। যারা তাঁকে ফলো করেন জানেন, যেদিন তিনি বর্ষবরণের জন্য, বিমানবন্দরের বুকে পৌঁছেছেন, সেদিন তাঁর মেয়ে রাহা ( Raha Kapoor ) পুরো লাইমলাইট নিজের দিকে নিয়ে নেয়। একরত্তি মেয়েটা, যেভাবে হাত নেড়ে পাপারাজ্জিদের হাই বলে এবং তারপর ফ্লাইং কিস দেয়, তাতে সমাজ মাধ্যমে হইচই পড়ে যায়। আলিয়া এবং রণবীর ( Ranbir Kapoor ) যে দারুণ শিক্ষায় মেয়েকে মানুষ করছেন একথা পরিষ্কার।
আর এবার আলিয়ার প্রোফাইলে দেখা যাচ্ছে নতুন বছরের কিছু ছবি। যার মধ্যে প্রথম ছবিটি, আলোচনার শীর্ষে। একটি প্রবাদ আছে না, বাপ কী বেটি... মেয়েরা আর যাই করুক, বাবার ভালবাসায় কাউকে ভাগ বসাতে দেয় না, রাহা ঠিক যেন তাই। একদম সিরিয়াস চোখ মুখ। দৃঢ় চোখে বাবার দিকে তাকিয়ে আছে সে। কারণ কী? এমনিতে সে বাবার ভক্ত। বেশিরভাগ সময় বাবার দিকেই তাকিয়ে থাকে। শুধু তাই নয়, বাবার কোলে থাকলে তাঁর আলাদা আনন্দ থাকে। তাহলে এবার কেন?
আসলে রাহার সামনেই তাঁর মাকে চুমু খেয়েছেন বাবা। আর তাতে, রাহার যে এক্সপ্রেশন সেটা দেখার মত। যদিও রাহা খুব, একটা সিরিয়াস নয়, আবার মাঝে মধ্যে যেভাবে সে তাকিয়ে থাকে, সেই নীল চোখের চাহনি অনেকেরই পছন্দ। আলিয়া যে ছবি শেয়ার করেছেন, সেখানে লেখা... "২০২৫ এর শুরু। যেখানে ভালবাসা ছিল অবিরাম, বাকি সব ছিল গৌণ্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।"
আরও পড়ুন - Rukmini Maitra: আমিই সেই ভাগ্যবান, যে প্রতিদিন সকালে উনাকে জড়িয়ে ধরত: রুক্মিণী মৈত্র
এদিকে রাহার চোখ মুখ দেখে বেশিরভাগ মুগ্ধ। কেউ কেউ হেসে বললেন, হায়রে! মেয়ের সামনে মাকে হামি খাচ্ছে রণবীর, এই নিয়েই বেচারা মিষ্টি মানুষটার রাগ হয়েছে। আবার কেউ কেউ বেশ উপভোগ করলেন তাঁদের এই খুনসুটি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বাবার কাছে ঘেঁষে রয়েছে রাহা। কেবল তাঁর চোখ দুটো দেখা যাচ্ছে। পুকি রাহা যে ফের একবার সকলের নজর কেড়েছেন একথা বোঝাই যাচ্ছে।
উল্লেখ্য, এবছর আলিয়ার যে ছবি রিলিজ করেছে জিগড়া, সেটি সেভাবে আলোড়ন ফেলতে পারেনি। শেষ কিছুবছরে তাঁর না ট্র্যাক রেকর্ড, সেখানে আলিয়ার অসফল ছবির সংখ্যা খুব কম। অন্যদিকে, রণবীর এবছর পুরোটাই দিয়েছেন রামায়ণের সেটে। শোনা যাচ্ছে সঞ্জয় লীলা বনসালির ফ্লোরেও তিনি হাজিরা দিতে শুরু করেছেন।