নির্দেশ অমান্য করে নাকি কাজ হয়েছে টলিপাড়ায়? যেখানে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, যদি দুদিনের মধ্যে সুরাহা না হয়, তবে তারা অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ রাখবেন। ডিরেক্টরস গিল্ড জানিয়ে দিয়েছিল যে সোমবার থেকে শুটিং বন্ধ থাকবে। আজ সকাল থেকেও টলিউডের সব স্টুডিও ফাঁকা, ব্যস্ততা নেই।
কিন্তু, দুই চ্যানেলের দুই জনপ্রিয় সিরিয়ালের শুটিং গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত হয়েছে বলেই টলিপাড়ায় খবর। জানা যাচ্ছে, দুটি ধারাবাহিকের তরফে কাজ এগিয়ে রাখতে এবং যাতে সম্প্রচারে বাঁধা না আসে সেইজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন ধারাবাহিকের নাম শোনা যাচ্ছে?
কানাঘুষো খবর, একটি একদম নতুন সিরিয়াল - মালা বদল, সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার মঞ্চে। আর দ্বিতীয়টি স্টারের জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ। যেটি TRP র্যাঙ্কে বেশ ওপরের দিকে আছে। গতকাল রাত থেকেই শুরু হয় শুটিং। জানা যাচ্ছে, শুভ বিবাহ সিরিয়ালটির শুটিং শেষ হয়, আজ সকাল সাড়ে আটটা নাগাদ। কিন্তু ফেডারেশনের তরফে এক সদস্য সূত্রে খবর, নিয়ম অমান্য করেই চলেছে কাজ।
আরও পড়ুন - Tollywood Director’s Meeting: ‘পরিচালকরা কিন্তু টেকনিশিয়ান-ই’, টলিপাড়ার ডামাডোলে মুখ খুললেন শিবপ্রসাদ-গৌতমরা..
তিনি জানিয়েছেন, রবিবারের আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে যারা গোটা রাত শুটিং করতে চাইছেন তারা যেন অনুমতি চেয়ে মেল করতে হবে। যারা মেল পাঠিয়েছেন তারা অনুমতি পেয়েছেন। তাও সেই অনুমতি দেওয়া হয়েছিল সারা রাতের। সকালে শুটিংয়ের অনুমতি মেলেনি। দুটি ধারাবাহিকের পরিচালকরা গিল্ডের সদস্য। তারপরেও কিভাবে এই কাজ করলেন..
উল্লেখ্য, আজ দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিটিং করেছেন পরিচালকরা। সেখান থেকে তারা বার্তা রেখেছেন, আগামীকাল থেকে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে। কলাকুশলীরা যাতে নমনীয় হন। এমনকি তারা এও বলেছেন বহু নিয়ম খতিয়ে দেখা দরকার।