Advertisment
Presenting Partner
Desktop GIF

Rahul Dev Bose-Chitrangada Singh: চর্চায় রাহুল-চিত্রাঙ্গদার রোমান্টিক রসায়ন, কেমন অভিজ্ঞতা হল বাংলার জনপ্রিয় অভিনেতার?

Rahul Dev Bose: টলিউড ছেড়ে এই প্রথম বলিউডে কাজ করছেন তিনি। কাজ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে জিতের সঙ্গে। আর এবার, আলোচনায় চিত্রাঙ্গদার সঙ্গে তাঁর সিনেমাটিক রসায়ন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rahul dev chitrangada

Chitrangada Singh-Rahul dev: রাহুল-চিত্রাঙ্গদার অভিজ্ঞতা কেমন ছিল?

Rahul Dev Bose-Khaki The Bengal Chapter: অভিনেতা রাহুল দেব বোস, কিছুদিন ধরে আলোচনায়। তাঁর একটাই কারণ, টেলিভিশনের এই জনপ্রিয় মুখ, কিছুদিন আগেই খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারের শুটিং সেরে ফিরেছেন কলকাতায়। এই প্রথম এত বড় বাজেটের ছবিতে আরও পাঁচজনের সঙ্গে কাজ করলেন তিনি। 

Advertisment

কলকাতায় থাকতেই অডিশন দিয়েছিলেন তিনি। পরিচালক মুগ্ধ হয়েছিলেন তাঁর অভিনয় দেখে। আর খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং জিতের মত অভিনেতারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেশ কিছুদিন শুটিং করেছেন মুম্বাইতে। আর রাহুল এবার সেই দলের সদস্য হয়েছিলেন।

কেমন অভিজ্ঞতা হল তাঁর? 

অভিনেতা কলকাতায় ফিরেই জানান, এর আগে জিতের প্রযোজনায় তিনি কাজ করেছিলেন আয় খুকু আয় ছবিতে। তাই, মুম্বাইয়ে পৌঁছে জিৎ যখন তাঁকে দেখলেন তখন বেশ অবাক হয়েছিলেন। কিন্তু, বাইরেও বাংলার অন্যান্য তারকাদের সঙ্গে কাজ করতে পেরে, সময় কাটাতে পেরে বেশ আনন্দে তিনি। রাহুলের বিগ স্ক্রিন অভিজ্ঞতা যে বেশ ভাল কেটেছে সেকথা তিনি নিজেই জানিয়েছেন। 

আরও পড়ুন  -   Rupa Bhattacharya: প্রতিবাদী রূপার চরিত্র তুলে আক্রমণ! ক্রমাগত হুমকির মুখে জনপ্রিয় অভিনেত্রী

কিন্তু, সবথেকে বেশি আলোচনায় যা, তাঁর সঙ্গে চিত্রাঙ্গদা সিংয়ের রোম্যান্স। পর্দায় দুজনের প্রেম বেশ আলোচনা সৃষ্টি করেছে। অভিনেতার কেমন অভিজ্ঞতা হল চিত্রাঙ্গদার সঙ্গে? তিনি জানিয়েছেন, "একজন সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজ করতে বেশ ভয় লাগছিল। কিন্তু, উনি নিজেই এগিয়ে এসে কথা বললেন। আর শুরুতেই একটা ইয়ার্কি হল, তাতেই সমস্ত ভয়ভীতির পাট চুকে গেল। তারপর আর কাজ করতে, শট দিতে সমস্যা হয়নি।"

উল্লেখ্য, রাহুলের বলিউড ডেবিউ হচ্ছে এই ছবি দিয়ে। ফলেই, এক আলাদা অনুভূতি হওয়া উচিত তাঁর। বলিউডে কাজের পরিবেশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সময় নিয়ে কাজ হয় বলিউডে। তাই, খুব একটা অসুবিধা হয় না। অভিনেতা গতবছর পুজোয় তাঁর এবং দেবাদৃতার সম্পর্কের ঘোষণা করেছিলেন। প্রেমে ভাসছেন তাঁরা।

bollywood Rahul dev bose bollywood actress
Advertisment