সমাজে নারী নিরাপত্তা নিয়ে ক্রমাগতই প্রশ্ন উঠছে। বিশেষ করে আরজি কর কান্ডের পর থেকে এই রাজ্যেও যে মেয়েরা সুরক্ষিত নয়, সেটাই বারবার করে যেন নানা প্রশ্ন তুলছে। কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় মেয়েরা, তারপর থেকে টলিউডের নানা ভয়ঙ্কর এবং হৃদয় কাঁপিয়ে দেওয়া ঘটনাও উঠে আসছে সকলের সামনে।
প্রথম দিন থেকেই আরজি কর কান্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন টলিপাড়ার অনেক তারকাই। তাঁদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সুদীপ্তা চক্রবর্তী এমনকি, শ্রীলেখা মিত্র নিজেও। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। কিন্তু, প্রতিবাদের ভাষা জোরালো করতেই তাঁর দিকে উঠছে আঙুল। তাঁর চারিত্রিক দিকেও বারবার কাঁদা ছোঁড়া হচ্ছে। অনলাইনে ক্রমাগত হুমকি পাচ্ছেন অভিনেত্রী।
তিনি সমাজ মাধ্যমে পুলিশের কাছে দ্বারস্থ হয়ে সবটা জানিয়েছিলেন। এমনকি, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মেল করেছিলেন। অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, নির্যাতিত তরুণীর মত আমিও মেয়ে। যা রাজ্যের পরিস্থিতি, তাতে যেকোনও মেয়ের সঙ্গে ঘটতে পরে অঘটন। সেকারণেই, প্রতিবাদে সামিল হয়েছিলাম। কিন্তু, তাঁর পরেই যেসব অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, এমনকি ধমকি দেওয়া হয় যেটা ভাষাতেও প্রকাশ করতে পারবেন না তিনি।
আরও পড়ুন - Ritabhari Chakraborty: 'ভুল মানুষকে বিয়ে করতে চাই না', তথাগতর সঙ্গে ব্রেক-আপ ঋতাভরীর, নতুন সম্পর্কে অভিনেত্রী?
প্রতিবাদ করতেই যে তাঁকে এহেন সবকিছু শুনতে হবে, সেকথা ভাবতেও পারেননি তিনি। অভিনেত্রী জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, বরং একজন নারী হিসেবেই আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাঁর চরিত্র তুলে কথা বলা হবে, এমনকি তাঁকে প্রাণের হুমকি দেওয়া হবে, এই নিয়েই বেশ চিন্তিত তিনি। এরপরই তিনি সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। কিন্তু, লাভের লাভ কিছুই হয়নি।
বরং, দিনের পর দিন ছদ্মনামে তাঁকে হুমকি দেওয়ার মাত্রা বেড়েই চলেছে। উল্লেখ্য, রূপা দীর্ঘদিন পর আবারও ফিরেছেন নতুন সিরিয়ালে। তাঁকে আনন্দী সিরিয়ালে দেখা যাচ্ছে।