/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/sandipta.jpg)
রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে কী বললেন তিনি?
তাঁর টেলিভিশনের দুনিয়ায় আবির্ভাব হয়েছিল দুর্গা হয়েই। তারপর একের পর এক ধারাবাহিক, 'টাপুর টুপুর' থেকে 'তুমি আসবে বলে', সন্দীপ্তা সেন সহজেই জায়গা করে নিয়েছিলেন বাংলার মানুষের মনে। বড় বড় চোখ, বেশ নিদারুণ আত্মবিশ্বাস। একসময় রাহুল বন্দোপাধ্যায় এর সঙ্গে 'তুমি আসবে বলে' ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। যার জেরেই নাম জড়িয়েছিল তাঁর ...
রাহুল এবং প্রিয়াঙ্কার জীবনে নয়া অধ্যায়। ছেলে সহজই পথ প্রশস্ত করে দিল বাবা মায়ের কাছে। কিন্তু, যখন থেকে রাহুল এবং প্রিয়াঙ্কার জীবনে বিচ্ছেদের ডঙ্কা বেজেছে, সেদিন থেকেই নাম উঠেছে সন্দীপ্তার। তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন, এমনকি এও শোনা গিয়েছিল বিচ্ছেদের আসল কারণ হলেন অভিনেত্রী। যদিও, পরে এসবের মধ্যে থেকে বেরিয়ে এসেছেন তিনি। আর আজ যখন, রাহুল প্রিয়াঙ্কা ফের এক হচ্ছেন, নিজের উচ্ছাস চেপে রাখতে পারলেন না 'বোধন' অভিনেত্রী।
কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমে, সেদিনের সব ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। রাহুল প্রিয়াঙ্কার মাঝে আদৌ ঢুকেছিলেন? সন্দীপ্তা বলেন, "আমি সবসময় বলেছিলেন যে প্রেম যখন করব, সবাইকে বলব। এমন নয় যে জানাব না। যখন প্রেমে পড়েছি, ঢাক ঢোল পিটিয়ে বলেছি। জানি না, তখন কেন এসব কথা লোকে বলতেন। অনেকবার বলা হয়েছে, যে এসব কিছু না। কোনও সম্পর্ক নেই। তাও, লোকজন বলেছেন। জানি না কেন।" এখানেই শেষ নয়।
আরও পড়ুন - জোটবদ্ধ রাহুল-প্রিয়াঙ্কা, কাছের মানুষের সুখের দিনেও ঈশ্বর সহায় ‘বান্ধবী’ রুকমার
সেসব দিনে, তাদের সকলের মধ্যেই সম্পর্ক বেশ অন্যরকম ছিল বলেই জানিয়েছেন অভিনেত্রী। সহজ তখন খুব ছোট। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর কোনও খারাপ বাক বিতন্ডা ছিলই না। বরং একসঙ্গে খাওয়াদাওয়া চলত তাঁদের। সহজকে নিয়ে ভালই কাটত দিন। সন্দীপ্তা বললেন, "আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করতাম। আড্ডা মারতাম। হয়তো, ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। সেটা ওদের নিজস্ব ব্যাপার। কিন্তু, আজ যে সব ভুলে ওরা এক হচ্ছে এটা খুব ভাল ঘটনা। আমি খুব খুশি। সহজের জন্যও খুব ভাল একটা বিষয়। অন্যদের শেখা উচিত। আমি চাইব ওরা ভাল থাক।"
প্রসঙ্গত, সন্দীপ্তা একা নন, রাহুলের সঙ্গে নাম জড়ায় রুকমারও। যদিও, দুজনের তরফে কোনওরকম কোনও স্বীকারোক্তি মেলেনি। তবে, রাহুলের তাঁকে প্রকাশ্যে চুমু খাওয়ার ঘটনাও নজর এড়ায়নি তখন। যদিও, রাহুলের জীবনের নতুন মোড়ে রুকমা নিজেও প্রার্থনা করেছেন।