Yaalini 1st Birthday: আজ থেকে ঠিক এক বছর আগের কথা। ৩০ নভেম্বর রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঘর আলো করে লক্ষ্মীর আগমন ঘটে। দেখতে দেখতে আজ লিটল প্রিন্সেসের এক বছরের জন্মদিন। চক্রবর্তী পরিবারে তাই খুশির মরশুম। রাজকন্যার প্রথম জন্মদিন বলে কথা, সেখানে যে সেলেব পেরেন্টস এলাহি আয়োজন করবে সেটাই তো স্বাভাবিক। ছোট্ট ইয়ালিনির প্রথম জন্মদিনে বিশেষ কী আয়োজন করছেন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তারকা মম শুভশ্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু, এই প্রসঙ্গে তিনি কিছু জানাতে চাননি। তবে সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মের সময় থেকে পরবর্তী সুন্দর মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করে প্রথম জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন।
হাসপাতালের বিছানায় মেয়েকে বুকে আগলে থাকার সেই অমূল্য মুহূর্ত থেকে ঠাম্মির কোলে ইয়ালিনির ছবি শেয়ার করেছেন শুভশ্রী। দাদা ইউভাবনের কোলে একরত্তি ইয়ালিনির সেই কিউট মোমেন্টও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আদুরে কন্যা ইয়ালিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লেখেন, 'হ্যাপি বার্থ ডে টু মাই বিউটিফুল গার্ল'।
অন্যদিকে ড্যাডি কুল রাজ চক্রবর্তীও রাজকন্যা ইয়ালিনিকে কোলে জড়ানো একগুচ্ছ ছবি শেয়ার করে জন্মদিনে ভালবাসার চাদরে মুড়ে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'হ্যাপি বার্থডে মাই প্রিসিয়াস গার্ল'। কমেন্ট বক্সজুড়ে শুভেচ্ছার বন্যা।
মেয়ের জন্মের মুহূর্ত থেকে সাদা টুইনিং-এ বাবা-মেয়ের ছবি শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ইয়ালিনির সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করেন রাজ-শুভশ্রী। তবে জন্মদিনে ছোট্ট সোনার অদেখা ছবিগুলো আরও একবার মন ভাল করে দিল রাজশ্রীর ভক্তদের।
মায়ের সঙ্গে শ্যুটিং-এ যায় ইয়ালিনি। সেখানে আবার ছোট্ট হাত দিয়ে মেকআপও করে। সেই মিষ্টি মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন রাজ ঘরণী। ইয়ালিনির প্রথম ভাইফোঁটার ছবিও আপলোড করেছিলেন তারকা মম। মায়ের সঙ্গে টুইনিং-এ ফটোশ্যুটেও নজর কেড়েছে বার্থ ডে গার্ল ইয়ালিনি।
আরও পড়ুন: অ্যাওয়ার্ড নিয়ে ভাবি না, দর্শকের কাছে মনের ভাবনাটা পৌঁছনোই লক্ষ্য: ইন্দ্রাণী