Advertisment
Presenting Partner
Desktop GIF

Indrani Chakraborty : অ্যাওয়ার্ড নিয়ে ভাবি না, দর্শকের কাছে মনের ভাবনাটা পৌঁছনোই লক্ষ্য: ইন্দ্রাণী

Indrani Chakraborty Chhad : জাতীয় পুরস্কার জয়ী পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তীর লেটেস্ট মুভি ছাদ। কান থেকে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়ে এবার গোয়ায় অনুষ্ঠিত IFFI-তেও জয়জয়কার। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনে নতুন ছবি ও ছবির নায়িকা নিয়ে অকপট ইন্দ্রাণী।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
ছবি বিশ্বাস ছাড়া যেমন জলসাঘর হত না তেমনই পাওলি ছাড়া ছাদ সম্ভব নয়: ইন্দ্রাণী

অ্যাওয়ার্ড নিয়ে ভাবি না, দর্শকের কাছে মনের ভাবনাটা পৌঁছনোই লক্ষ্য: ইন্দ্রাণী

Indrani Chakraborty On Chhad : গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সমাদৃত নবাগতা পরিচালক ইন্দ্রানী চক্রবর্তীর প্রথম ফিচার ফিল্ম 'ছাদ'। অভিনেত্রী পাওলি দাম সহ পুরো টিমকে নিয়ে গোয়ায় পৌঁছেছিলেন পরিচালক। জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন ইন্দ্রাণী চক্রবর্তী। 'ছাদ'-এর জন্য পাওলি-ই ছিলেন তাঁর প্রথম পছন্দ। এই প্রসঙ্গে ইন্দ্রাণী বলেন, 'পাওলিকেই আমি এই ছবির জন্য ভেবে রেখেছিলাম। আমার মনে হয়েছিল এটার জন্য ও পারফেক্ট ম্যাচ। যদি ওঁর ডেট পেতে সমস্যা হত তাহলে অপেক্ষা করতাম। কিন্তু, পাওলি ছাড়া ছাদ সম্ভব ছিল না। '

Advertisment

বিষয়টি ব্যখ্যা করতে গিয়ে ইন্দ্রাণী যোগ করেন, 'এমন কিছু চরিত্র আছে যেখানে দুঁদে অভিনেতা-অভিনেত্রী ছাড়া চরিত্রটা ফুটিয়ে তোলা সম্ভব নয়। ছাদের ক্ষেত্রেও পাওলি ছিল অপরিহার্য। ছাদের চিত্রনাট্য শুনে পাওলিও কাজ করতে রাজি হয়েছিল। ওঁর-ও যেহেতু ছাদ খুব প্রিয় জায়গা তাই একবারেই রাজি হয়েছিল। এই সিনেমাটার মধ্যে দিয়ে নারীর স্বাধীনতার খোঁজার গল্পটাকেই আমি পরিবেশন করতে চেয়েছি। যা আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক।'

পরিচালক এই প্রসঙ্গে বলেন, 'আজকের দিনে নারী-পুরুষ সমানতালে পায়ে পা মিলিয়ে কাজ করছে। কিন্তু, আমাদের সমাজটাকে আজও পুরুষতান্ত্রিক-ই। কাজ করতে গিয়েও সেই উপলোব্ধিটা হয়েছে। মেয়েরা সেই পুরুষতান্ত্রিকতার শিকার। এর মধ্যে দিয়েই মেয়েরা এগিয়ে চলছে। সিনেমাটা দেখলে বোঝা যাবে কোনও বিষয়কেই অতিরঞ্জিত করে দেখানো হয়নি। তবে বর্তমান সমাজের চিত্রটাকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টাটা দর্শক বুঝবে।'

সিনেমার নাম প্রসঙ্গে পরিচালকের মত, 'অনেকগুলো নাম নিয়ে ভাবনাচিন্তা করেছিলাম। তারপর ভাবলান জটিল কোনও নাম না রেখে সহজ নামই ভাল। ছাদ শব্দটার মধ্যেই একটা স্বাধীনতার অনুভূতি রয়েছে। সিনেমার গল্পের সঙ্গে এই নামের সামঞ্জস্যটাও থাকছিল। ছোটবেলায় চিলেকোঠায় বাবা একটা ঘর করে দিয়েছিলেন। ছাদে চিলেকোঠার ওই ঘরটাতে অনেক স্মৃতি রয়েছে। পড়াশোনা করতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম, ঘুম না আসলে ওখানে যেতাম। ছাদ বাড়ির একটা প্রিয় জায়গা। সেখান থেকেই এই ছবি তৈরির ভাবনা।'

প্রথম ফিচার ফিল্মই দারুণ সাকসেস। কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালের পর ছাদের মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। স্বাভাবিকভাবেই আপ্লুত পরিচালক। তিনি বলেন,'আমার আগের ডকুমেন্টরিটাও ন্যাশনল অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু, তৈরির সময় তো সেটা আশা করিনি। ছাদের ক্ষেত্রেও তাই। এতটা সফল হবে সেটা সত্যিই ভাবিনি। আগামী দিনে আরও ভাল ছবি তৈরির চেষ্টা করব। আসলে যখন সিনেমাটা বানাই তখন শুধু একটা বিষয়ই মাথায় রাখি যাতে দর্শকের কাছে মনের ভাবনাটা সঠিকভাবে উপস্থাপন করতে পারি। কিছু স্ক্রপ্টি রেডি আছে।' 

আরও পড়ুন:সিনেমা-সিরিজের থেকে এখনও পর্যন্ত সিরিয়ালের 'রিচ'-'সিকিওরিটি' অনেক বেশি : ঊষসী

paoli dam Bengali Cinema Bengali Actress Bengali Film Bengali News Bengali Film Industry
Advertisment