Raj Chakrabarty Mother: মায়ের সঙ্গে 'সন্তান'-এর বন্ডিং কেমন? ফাঁস করলেন পরিচালক রাজের মা, দেখুন ভিডিও

Raj Mother : সারাদিন বাড়ি থাকলে মায়ের সঙ্গে কী করেন রাজ? সন্তানের প্রিমিয়ারে এসে ফাঁস করলেন পরিচালের মা।

Raj Mother : সারাদিন বাড়ি থাকলে মায়ের সঙ্গে কী করেন রাজ? সন্তানের প্রিমিয়ারে এসে ফাঁস করলেন পরিচালের মা।

author-image
Kasturi Kundu
New Update
মায়ের সঙ্গে 'সন্তান'-এর বন্ডিং কেমন?

মায়ের সঙ্গে 'সন্তান'-এর বন্ডিং কেমন?

Raj Chakrabarty Bonding With Mother: ২০ ডিসেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ফ্যামিলি ড্রামা 'সন্তান'। মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ জাগাতে উদ্যোগী রাজ। তাঁদেরকে দূরে ঠেলে দিয়ে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকা ছেলেমেয়েদের চোখ খুলে দিতেই ছবিটি তৈরি করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। মুক্তির পরই দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে।

Advertisment

দর্শকও বাস্তব চিত্রটাকে নিজেদের জীবনের সঙ্গে খুব সহজে কানেক্ট করতে পারছে। ছবি দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। মাকে হুইল চেয়ারে করে 'সন্তান'-র প্রিমিয়ারে নিয়ে এসেছিলেন রাজ-শুভশ্রী। সপরিবারে সকলকে 'সন্তান' দেখার আর্জি করছেন পরিচালক। ছবির প্রিমিয়ারে এসে রাজের মা জানালেন তাঁর সঙ্গে 'সন্তান'-এর বন্ডিংয়ের কথা।

সন্তানের প্রিমিয়ারের নানা মুহূর্ত ধরা পড়েছে ছবি শিকারিদের ক্যামেরায়। কখনও শাশুড়ি মায়ের চিবুক ধরে আদর করছেন শুভশ্রী তো কখনও আবার ক্যান্ডিড মোমেন্টে ক্যামেরাবন্দি হয়েছেন রাজশ্রী। ইউভানকে নিয়ে সপরিবারে ছবিও তুলেছেন চক্রবর্তী ফ্যামিলি।

সন্তানের প্রিমিয়ারে এসে রাজের মা বলেন, ছবিটি তাঁর খুব ভাল লেগেছে। তখনই মাকে জড়িয়ে আদর করে চুমু খান রাজ। সঙ্গে সঙ্গে তাঁর মা বলেন, 'বাড়িতে থাকলে সারাদিন এইরকম করে।' প্রসঙ্গত, রাজ চক্রবর্তী কিন্তু সবসময় বলেন মা-বাবা তাঁর কাছে ভগবান। 

Advertisment

মায়ের সঙ্গে রাজশ্রী অনেক সুন্দর মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন। কখনও একসঙ্গে শাশুড়ি-বউমা বসে চা খান তো কখনও আবার শাশুড়ি মায়ের কোলে শুয়ে মাতৃস্নেহের সুখ পান শুভশ্রী। প্রথমবার ফ্যামিলি ড্রামা তৈরি করে যে সফল রাজ সে কথা কিন্তু, নিঃসন্দেহে বলাই যায়।

দর্শক তাঁর ছবি পছন্দ করছে সেটাই পরিচালক হিসেবে রাজের কাছে বড় পাওনা। সংবাদমাধ্যমের সামনে সন্তান-এর নির্মাতা বলেন, 'সন্তান সবার ভাল লাগছে। ভাল রিভিউ। যাঁরা দেখছেন তাঁদের বাবা-মায়ের কথা মনে পড়ছে। নিজেদের সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে পারছে। দর্শকের ভাল লেগেছে এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না।'

বড়দিনে সপরিবারে দেখার মতো ছবি 'সন্তান'।  একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। প্রতিটি ছবি যাতে দর্শক দেখতে যান সেই কথাই বারবার বলেছেন রাজ চক্রবর্তী। নিজের ছবির প্রচারের সঙ্গে বাকি বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথাও বলেছেন।

আরও পড়ুন: শাশুড়ি মায়ের চিবুক ধরে হালকা আদর শুভশ্রীর, হুইল চেয়ারে মাকে নিয়ে সন্তানের প্রিমিয়ারে রাজ

এমনকী প্রতিম.ডি.গুপ্তা যিনি হাতে গোনা ছবি তৈরি করেন তাঁর চালচিত্র দেখার কথা বলেছেন রাজ চক্রবর্তী। মানসী সিনহার মতো নবাগত পরিচালকের ছবির পাশে থাকতেও দর্শককে অনুরোধ করেছেন পরিচালক।  

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actress Bengali Actor