Pushpa 2 vs Shontaan: হিন্দি ও দক্ষিণী ছবির দাপটে কোণঠাসা হচ্ছে বাংলা ছবি। পুষ্পা ২ ক্রেজে কাবু গোটা দেশ। এর মাঝেই একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান', দেব অভিনীত 'খাদান', প্রতিম.ডি. গুপ্তা পরচালিত 'চালচিত্র' ও মানসী সিনহার '৫ নং স্বপ্নময় লেন'। টলিউডের নামজাদা পরিচালক ও স্টার কাস্টের সমন্বয়ে ক্রিসমাসে বাংলা ছবি একবারে পসরা সাজিয়ে বসবে সে কথা বলাইবাহুল্য। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত বহুরূপীর বক্স অফিস কালেকশনও বেশ নজরকাড়া। পুষ্পার দাপটের মাঝেও স্লগ ওভারে খেলছেন শিবপ্রসাদ-কৌশানী-ঋতাভরী-আবির।
সিনেমা মুক্তির পর হলগুলিতে দারুণ ব্যবসা করলেও পুষ্পার জন্য বেশ কিছু হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বহুরূপী। আসন্ন চারটি বাংলা ছবিও একই সমস্যার সম্মুখীন হচ্ছে। হল পেতে সমস্যা হচ্ছে রাজ-দেবের মতো ইন্ডাস্ট্রির হাই প্রোফাইল স্টারদের। বাংলা ছবির এই পরিস্থিতি প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। পরিচালক হিসেবে কী বলছেন তিনি?
রাজ চক্রবর্তী বলেন, 'চারটে চার রকমের বাংলা সিনেমা আসছে। এই চারটি ছবিকেই জায়গা দেওয়া উচিত। বাংলার জন্য বাংলা সিনেমাকে ফার্স্ট প্রায়োরিটি দেব। কেউ আগে থেকে বিচার করতে পারে না কোন ছবি ভাল চলবে আর কোনটা খারাপ। বাংলা ছবি, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এখানকার হলমালিকদের বাংলা ছবিকে সাপোর্ট করা উচিত। একটা ছবি যখন তৈরি হয় তখন সেখানে আবেগ, অর্থ, পরিশ্রম জড়িয়ে থাকে। তাই আমার মনে হয় বড়দিন চারটে বাংলা ছবিকেই একটা জায়গা দেওয়া উচিত।'
'পুষ্পা ২'-র ক্রেজ প্রসঙ্গে রাজের মত, 'অনেকদিন ধরেই তো পুষ্পা ২ চলল। যা ব্যবসা করার করেছে। দর্শক দেখেছে, এখনও দেখছে। তবে এবার সময় এসেছে দেখিয়ে দেওয়ার যে বাংলা সিনেমাও কিছু করে দেখাতে পারে। সব রাজ্যে কিন্তু, মাতৃভাষাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। আয়ের সুযোগ তো অনেক জায়গা থেকেই আসে। কিন্তু, সংস্কৃতিকে তো আগে বাঁচিয়ে রাখতে হবে।'
লাভ স্টোরি, কমেডি, পলিটিক্যাল থ্রিলার, ছোটদের ছবি, অ্যাকশন মুভিতে পরিচালক হিসেবে রাজ নিজেকে সফল পরিচালক হিসেবে প্রমাণ করেছেন। প্রথমবার ফ্যামিলি ড্রামা, স্পেশ্যাল স্ক্রিনিংও হয়ে গিয়েছে। কেমন সাড়া পেলেন? রাজ আনন্দের সঙ্গে জানান, 'স্পেশ্যাল স্ক্রিনিংয়ে অনেক মানুষ এসেছে। আমার যা প্রত্যাশা তা কালই পূরণ হয়ে গিয়েছে। আমি দর্শকের কাছে যে মেসেজটা পৌঁছে দিতে চেয়েছিলাম সেটা পেরেছি'।
রাজ যোগ করেন, 'আমাদের জীবনে মা-বাবা সবচেয়ে মূল্যবান। তাঁরা ভগবান তুল্য। কিন্তু, কর্মজগতে ব্যস্ততার কারণে হয়তো অনেকেই তাঁদের থেকে দূরে চলে যান। মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্ব তৈরি হয় সেটা কমানোর গল্পই সন্তান। মানুষ দেখেছে। ভাল লেগেছে। আবেগপ্রবণ হয়ে পড়েছে। এটা আমার বিরাট প্রাপ্তি। ২০ ডিসেম্বরের পর দর্শকের থেকে আরও ভাল সাড়া পাব বলেই আমি আশাবাদী।'
সন্তান যদি ১০-এ আট পায়...সঙ্গে সঙ্গে থামিয়ে রাজ চক্রবর্তী বুক চিতিয়ে বলেন, 'আমার ছবি ১০-এ আট না, ফুলমার্কস পাবে।' আর নিজেকে সন্তান হিসেবে কত নম্বর দিতে চান? পরিচালকের সাফ জবাব, 'আমার নম্বর দিতে পারেন মা। যদি নিজেকে নিজেই নম্বর দিই তাহলে তো সেটা অহংকার হয়ে যাবে। সন্তান হিসেবে ১০ এ ১০ পাওয়াটা খুব সহজ নয়। তবে সিনেমার নম্বর আমি দিতে পারি।'