Raj-Subhashree Vacation Photo: ২০ ডিসেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে 'সন্তান'। ছবির সাফল্য সেলিব্রেশনে মেতে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম ফ্যামিলি ড্রামা-তেই বাজিমাত রাজের। বড়দিনেও বেশ ভালই ব্যবসা করেছে ছবিটি। ক্রিসমাসের মরশুমে একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি ছবি। সেই তালিকায় রয়েছে খাদান, সন্তান, ৫ নং স্বপ্নময় লেন ও চালচ্চিত্র।
বক্স অফিসে এই চার ছবির লড়াইয়ে এগিয়ে রয়েছে দেবের খাদান। ছুটির মেজাজে সিনে লড়াইয়ের থেকে খানিক দূরে চলে গেলেন তারকা দম্পতি রাজশ্রী। হাতে হাত রেখে প্রেমে মশগুল রাজ-শুভশ্রী। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন সন্তানের নির্মাতা রাজ চক্রবর্তী।
ছবির সামনের অংশ বেশ ঝাপসা। তবে যে টুকু আন্দাজ করা যাচ্ছে সমুদ্রের ধারে একান্তে সময় কাটাচ্ছেন সেলেব দম্পতি। ধবধবে সাদা পোশাকে টুইনিং রাজ-শুভশ্রীর। স্ত্রীর হাতে হাত রেখে যেন একে অপরের ভালবাসায় হারিয়ে গিয়েছেন। মাখমাখ প্রেমের মুহূর্তের ছবি ভাগ করে লাল হৃদয়ের ইমোজি দিয়ে রাজ লিখেছেন, 'আমি সব করতে পারি, তোমার জন্য সব করব।'
রাজের পোস্টে পালটা শুভশ্রী আবার লেখেন, 'আমার পুরো হৃদয় জুড়েই তো শুধু তুমি।' রাজের নির্দেশনায় সন্তানে আইনজীবীর চরিত্রে দর্শকের দিল জিতে নিয়েছেন শুভশ্রী। প্রথমবার চেনা ছক ভেঙে পারিবারিক ছবি তৈরি করে দারুণ সফল রাজ। একদিকে ছবির সাফল্য তো অন্যদিকে ক্রিসমাসের ছুটির মরশুম। তাই বক্স অফিস লড়াই থেকে দূরে গিয়ে নিরিবিলিতে একসঙ্গে ছুটির ফাঁদে রাজ-শুভশ্রী।
সময় সুযোগ পেলেই তাঁরা ঘুরতে বেরিয়ে পড়েন। সেই ছবি বারবারহ ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। সন্তান মুক্তির আগেই রাজশ্রীর একমাত্র মেয়ে ইয়ালিনির এক বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন সেলেব পেরেন্টস। গোলাপি থিমের পোশাকে সেজেছিলেন রাজ, শুভশ্রী, ইউভান ও ইয়ালিনি। পারিবারিক অনুষ্ঠানের মধ্যেই ইয়ালিনির প্রথম জন্মদিন পালন করেছেন রাজশ্রী।
উল্লেখ্য, ইউভানের জন্মের পরই ছেলের মুখ প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী। কিন্তু, মেয়ের মুখ দর্শন করিয়েছেন বেশ কয়েকদিন পর। ইউভানের চার বছরের জন্মদিনে ইয়ালিনিকে সামনে এনেছিলেন রাজশ্রী। ইতিমধ্যেই দার্জিলিঙে প্রথম হিন্দি সিনেমার শ্যুটিং সেরেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বেটারহাফ শুভশ্রীকে পাশে নিয়ে রাজ লিখেছেন, ফাইনালি দার্জিলিং যার বাংলা তর্জমা করলে হয়, অবশেষে আমরা দার্জিলিঙে। অন্যদিকে শুভশ্রীও ভিন্ন অ্যাঙ্গেলে হোটেলের রুমে পোজ দিয়েছেন। পাহাড়ের কোলে সেলেব দম্পতির কাটানো সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।