/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/raj4.jpg)
রাজের সাবধানতা
আসছে ঝড়! সেই খবরই মিলল টলিউড হতে। কে দিলেন সেই খবর? পরিচালক রাজের মুখে এখন শুধুই ঝড়ের কথা। আসছে, ঝড় আসছে!
পরিচালক ফিরছেন ঝড় নিয়ে। একেই পশ্চিমবঙ্গে ঢুকেছে বর্ষা, টলিপাড়ায় একের পর এক রিলিজ। তার মধ্যেই ঝড় আসার ঘোষণা করলেন রাজ চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেই তথ্য। ঝড় আসছে! রাজ লিখলেন, "জনস্বার্থে প্রচারিত" ।
সাবধান! এবার তাণ্ডব হবে...! রাজের পোস্ট দেখার পরই উত্তেজনা দর্শক মহলে। প্রলয় আবার আসছে, এই খবর পেতে না পেতেই উসখুস করছিলেন দর্শকরা। এবারও তারকাদের মধ্যে রয়েছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়, পরান বন্দোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, জুন মালিয়া এবং অন্যান্য। তবে, এই প্রথম কোনও ঝড় আসার খবর শুনে বেশ আনন্দিত সকলে। এই ছবিতেই প্রযোজনা করেছেন শুভশ্রী নিজেও।
আরও পড়ুন < ‘আরও অনেক বাচ্চা হোক আমাদের…’, নতুন দায়িত্ব নিতে না নিতেই প্ল্যান তৈরি যশ-নুসরতের! >
শুটিং শেষ করেছেন অনেকদিন আগে। OTT রিলিজ করতে চলেছে 'আবার প্রলয়'। শুধু তাই না, এতে দেখা যেতে পরে মন্ত্রী পার্থ ভৌমিককেও। ঝড়ের আগাম খবর পেয়ে বাংলার সিনেপ্রেমীদের মনেও উঠেছে ঝড়। উল্লেখ্য, প্রথমবারের মত প্রলয় রিলিজ করার পর, নিদারুণ ভালবাসা পেয়েছিল গোটা কাস্ট। আবারও সেই কামাল হয় কিনা সেটাই দেখার।