Advertisment
Presenting Partner
Desktop GIF

Yuvaan-Raj Chakraborty: রেমালের তাণ্ডবকে পরোয়া নয়, তুমুল ঝড়-বৃষ্টিতে রাজ-পুত্র ইউভানের কাণ্ড দেখলে চমকে যেতে হয়!

Raj's son Yuvaan: একেই রেমাল তাণ্ডব চালিয়েছে। বৃষ্টিতে ভেসেছে শহর। তাঁর মধ্যেই ইউভানের আনন্দের শেষ নেই। গোটা বাংলায় যখন মানুষ উদ্বিগ্ন, রাজ-শুভশ্রীর ছেলে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yuvaan chakraborty, raj chakraborty, yuvaan raj, yuvaan raj chakraborty son, tollywood, remal cyclone, remal cyclone updates, entertainment update

yuvaan in remal: ছোট ইউভানের কাণ্ড দেখেছেন?

একদিকে যখন গোটা কলকাতা ঝড়ে লণ্ডভণ্ড, মেট্রো স্টেশন থেকে রাস্তাঘাট, জলমগ্ন তিলোত্তমা। ঠিক তখনই রাজ-পুত্র নিজের মত করে তাণ্ডব চালিয়ে গেল। রাজ-পুত্র অর্থ ইউভান।

Advertisment

খুদে একরত্তির আনন্দের শেষ নেই। কেন? একেই রেমাল তাণ্ডব চালিয়েছে। বৃষ্টিতে ভেসেছে শহর। তাঁর মধ্যেই ইউভানের আনন্দের শেষ নেই। গোটা বাংলায় যখন মানুষ উদ্বিগ্ন, রাজ-শুভশ্রীর ছেলে আনন্দ করতে ব্যাস্ত সে। এমনিও তাঁর সুপারম্যানের ইমেজ বেশ পছন্দ নেটপাড়ার।

তাই তো, সকালের দিকে একটু বৃষ্টি থামতেই সে নিজের মতো করে আনন্দ করতে ময়দানে নেমে এল। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন রাজ খোদ। বৃষ্টিতে খেলতে কার না ভাল লাগে। তবে, ইউভান ঝড়কেও পরোয়া না করে স্লিপ কাটতে ব্যাস্ত। খালি পায়ে ভেজা মাঠে তাঁর আনন্দ দেখলে ছোটবেলায় ফিরে যেতে হবে সকলকে।

আরও পড়ুন - Aishwarya Rai Bachchan-Aradhya: আরাধ্যার প্রতি কঠোর নজর রেখেছেন ঐশ্বর্য! তাঁর উড়তি বয়সে লাগাম টেনেছেন বিশ্বসুন্দরী…

ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে উঠল সে তারপর, জলের মধ্যেই তাঁর আনন্দ দেখে রাজও বেজায় খুশি। বার তো স্লিপ খেতে গিয়েই ব্যালেন্স হারিয়ে পরেও গেল সে, তাও! থামার নাম নেই। ঝড়ো হাওয়ায় ইউভান যা করল, রাজকে বলতে শোনা গেল, কই গেলে তুমি ইউভান!

উল্লেখ্য, এখন ইউভানের অনেক দায়িত্ব। বোনকে নিয়ে সকাল হতেই কত গল্প লেগে থাকে তাঁর। তাঁর সঙ্গে পড়াশোনার চাপ তো রয়েছেই। সব মিলিয়ে এখন খুব ব্যস্ত সে।

tollywood Yuvaan Raj Chakraborty Entertainment News
Advertisment