scorecardresearch

বড় খবর

একটু বড় হয়ে গিয়েছি, ম্যাচিওরড হয়ে গিয়েছি: রাজ

নিজের দায়িত্ব ভাল ভাবেই পালন করলেন তিনি। কথা হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে, প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হয়েছিলেন রাজ।

একটু বড় হয়ে গিয়েছি, ম্যাচিওরড হয়ে গিয়েছি: রাজ
রাজ চক্রবর্তী। ফোটো- ইনস্টাগ্রাম

বির্তক, একাংশের বিরাগভাজন হয়েও শেষ পর্যন্ত শেষ রক্ষা হল। নিজের দায়িত্ব ভাল ভাবেই পালন করলেন তিনি। কথা হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে, প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হয়েছিলেন তিনি। অনেকের আশার বিপরীতে গিয়ে কর্তব্য পালনে সফল হয়েছেন রাজ।

এদিন তাঁর নতুন মেগা কপালকুণ্ডলা-র নিয়ে কথা বলতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হল কেআইএফএফ-এর সামগ্রিক অভিজ্ঞতাটা কেমন ছিল? উত্তরে রাজ বললেন, “ভীষণ ভালো ছিল অভিজ্ঞতা। অনেক কিছু শিখেছি, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। যেটা আমার জানার কথা নয়, বা যেটা আমি কখনও ভাবিইনি জানব বলে, সেগুলো জেনেছি। প্রচুর পড়াশোনা করতে হয়েছে, প্রচুর সিনেমা দেখতে হয়েছে। আমি একটু বড় হয়ে গিয়েছি। ম্যাচিওরড হয়ে গিয়েছি। একটু বুদ্ধিদীপ্ত সিনেমা দেখতে শুরু করেছি, আগেও দেখতাম ঠিকই কিন্তু ওয়ার্ল্ড সিনেমা নিয়ে আগে এতটা বেশি ভাবতাম না।”

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী ও অরিন্দম শীল।

আরও পড়ুন, ‘কপালকুণ্ডলা’-র নবকুমার, শৌনকের সম্পর্কে ৫টি তথ্য

তিনি আরও বলেন, ”সারা বিশ্বের ৭৬টা দেশ থেকে যে সিনেমাগুলো এসেছিল, সেই দেশের ইতিহাসগুলো মোটামুটি একটু পড়েছি। অনেক মানুষের সঙ্গে ইন্টারাকশন হয়েছে। ন্যাশনাল ডেলিগেটস, ইন্টারন্য়াশনাল ডেলিগেটস, কথা বলে বুঝতে পেরেছি, সারা পৃথিবীতে এখন সিনেমার সিনারিও কী, কী ভাবছে তারা, সেটা তো রয়েইছে। যেহেতু খুবই সাকসেসফুল হয়েছে ফেস্টিভ্য়ালটা, একটা জিনিস বুঝেছি যে মানুষ সিনেমা কতটা ভালোবাসে আর সিনেমার জন্য সব করতে পারে।”

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ‘পরিণীতা’। শুটিং শেষ হয়ে গিয়েছে পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’- এর। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ছবিতে দেখা যাবে শুভশ্রী, স্বাতীলেখা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, পার্নো মিত্রের মতো অভিনেতাদের। তারপরে প্রযোজনা সংস্থার মেগা তো রয়েইছে। সব মিলিয়ে বেশ ব্যস্ত রাজ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Raj chakraborty talks about kiff experience