জন্মদিন কীভাবে কাটাচ্ছেন রাজ?

'ধর্মযুদ্ধ'- এর পোস্ট প্রোডাকশন চলছে, তারমধ্যে 'হাবজি গাবজি'-র শুটিং। দম ফেলার সময় নেই। তাই এবারের জন্মদিনটা শুটিং ফ্লোরেই কাটবে রাজের।

'ধর্মযুদ্ধ'- এর পোস্ট প্রোডাকশন চলছে, তারমধ্যে 'হাবজি গাবজি'-র শুটিং। দম ফেলার সময় নেই। তাই এবারের জন্মদিনটা শুটিং ফ্লোরেই কাটবে রাজের।

author-image
IE Bangla Web Desk
New Update
raj chakraborty

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। ফোটো- ইনস্টাগ্রাম

শুক্রবার পরিচালক রাজ চক্রবর্তী'র জন্মদিন। তবে তা উদযাপন করার ফুরসত নেই তাঁর। এখনও 'ধর্মযুদ্ধ'- এর পোস্ট প্রোডাকশন চলছে, তারমধ্যে 'হাবজি গাবজি'-র শুটিং। দম ফেলার সময় নেই। তাই এবারের জন্মদিনটা শুটিং ফ্লোরেই কাটবে রাজের।

Advertisment

উত্তরবঙ্গে শুটিং চলছে 'হাবজি গাবজি'-র। পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কলকাতা বিমানবন্দর থেকে ছবি শেয়ারও করেছিলেন রাজ। এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি শুটিং করছি। ২৫ তারিখে শহরে ফিরব। উত্তরবঙ্গে তুরুক বলে একটা জায়গায় শুটিং চলছে।"

Advertisment

আরও পড়ুন: কুস্তি লড়বে কপালকুণ্ডলা! বঙ্কিমী উপন্যাসের অসীম নয়-ছয়

‘পরিণীতা’-র মাধ্যমেই নতুন করে ফিরলেন রাজ চক্রবর্তী। আর এই ফর্মুলা হিটও করল বক্সঅফিসে। এখনও বেশ চলছে রাজের ‘পরিণীতা’। এই ছবি চলাকালীনই নতুন ‘ধর্মযুদ্ধ’-র ঘোষণা করেছিলেন রাজ। এই ছবি নিয়ে রাজ বলেছিলেন, ”বর্তমান পরিস্থিতিতে এত হানাহানি, হিংসা, বিদ্বেষ- সবটাই যে হয়ে চলেছে তার নেপথ্য কারণ কী? মানুষ জেনে ইচ্ছাকৃত সবটা করছে নাকি সবটাই ঘটে যাচ্ছে!এই দোলাচলটাই তুলে ধরতে চাই ছবিতে।”

আরও পড়ুন: Shubh Mangal Zyada Saavdhan Review: সমকামীদের গল্প নয়, প্রেমের গল্প

এদিকে ‘প্রলয়’-এর পর দ্বিতীয়বার রাজের সঙ্গে জুটি বাঁধলেন পরমব্রত। তবে শুভশ্রীর সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে তাঁকে। নেটমগ্ন শৈশবকে তুলে ধরতেই এই ছবির ভাবনা রাজের। ছোটদের পুরো জগতটাই এখন মোবাইল,অনলাইন গেমের মধ্যে আটকে। বইয়ের পাতা থেকে ট্যাবে কিংবা কম্পিউটারে চোখ সরে গিয়েছে তাদের। শৈশব বিচ্ছিন্ন জীবনকেই 'হাবজি গাবজি'র চিত্রনাট্যে বুনেছেন রাজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Subhasree Ganguly