Advertisment

Tollywood Saraswati Puja: রাজ-শুভশ্রীর বাড়িতে সরস্বতী পুজোয় এলাহী আয়োজন, শোভনের লিলুয়ার বাড়িতে সোহিনী যা যা করলেন...

Tollywood: তারকারাও জোড়ায় জোড়ায় আনন্দ করেন। অন্তত যারা তারকা দম্পতি, তাঁদের বেশিরভাগ সময় একসঙ্গেই দেখা যায় পুজোয় বসতে। ২০১০ সাল থেকে রাজ পুজো শুরু করেছেন। তারপর থেকেই প্রতিবছর দেখা যায় অনেককেই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
tollywood celebs saraswati puja

Tolly celebs: টলিপাড়ার বুকে যেভাবে উদযাপিত হল সরস্বতী পুজো

সরস্বতী পুজো মানেই প্রেমের উৎসব। আজকের দিনটা বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে। জোড়ায় জোড়ায় রাস্তায় ঘুরে বেড়ানো থেকে প্রেমের মরশুম এই বিশেষ দিনে। তারকারাও জোড়ায় জোড়ায় আনন্দ করেন। অন্তত যারা তারকা দম্পতি, তাঁদের বেশিরভাগ সময় একসঙ্গেই দেখা যায় পুজোয় বসতে।

Advertisment

বরাবরের মতো শুভশ্রী রাজকে দেখা গেল এবারেও নিজেদের পুজোয় একসঙ্গে বসতে। শুভশ্রীর পরনে নীল রঙের শাড়ি, সঙ্গে রাজ পড়েছেন নীল রঙের পাঞ্জাবি। রাজ এবং শুভশ্রীর পুজোয় টলিপাড়ার অনেকেই আসেন। শুধু তাই নয়, এই পুজোটা ইন্ডাস্ট্রির একরকম রি ইউনিয়ন হিসেবেই পরিচিত। ২০১০ সাল থেকে রাজ পুজো শুরু করেছেন। তারপর থেকেই প্রতিবছর দেখা যায় অনেককেই। এবারও ব্যতিক্রম না।

শুভশ্রীকে প্রতিবছর যজ্ঞের সময় তাঁকে অংশ নিতে দেখা যায়। সারাবছর অধীর আগ্রহে এদিনের অপেক্ষাই করেন তাঁরা। এমনকি, রাজের কথায়, জীবনের এই সময়টা সবথেকে আনন্দে কাটছে তাঁর। বাবা হওয়ার পর তবে সবথেকে সুন্দর মুহূর্ত কাটছে। আর তাঁর সঙ্গে সঙ্গে ছোটবেলার যে সেভাবে কিছুই মিস করেন না এখন একথাও সাফ জানান। তাঁদের বাড়িতে ছিল এলাহী আয়োজন। খিচুড়ি থেকে লাবড়া, বেগুনি এবং লুচি তরকারি - ছিল আরও অনেককিছুই।

Advertisment

আরও পড়ুন  -  Sreemoyee Chattoraj: কাঞ্চনের বাড়িতে ঘটেছিল বিপদ, ঘটা করে না হলেও মেয়েকে সরস্বতী পুজোয় ধুতি পাঞ্জাবি পড়াবেন শ্রীময়ী?

অন্যদিকে বিয়ের পর শোভনের বাড়ির সরস্বতী পুজো নিজে হাতে সামলালেন সোহিনী। সকাল থেকেই তাঁর ব্যস্ততা ছিল তুঙ্গে। পরনে সাদা গোলাপী শাড়ি, একদম বাড়ির বউ হয়েই সেদিন পুজোর আয়োজন করলেন। সঙ্গে মায়ের আরাধনায় গান গাইলেন শোভন। শোভন যেহেতু গানের মানুষ তাই তাঁর বেলুড়ের বাড়িতে যে দারুণ আয়োজনে জমজমাট পুজো হবে, সেটাই স্বাভাবিক। উল্লেখ্য, পুজোর সঙ্গে সঙ্গে আড্ডাও জমে উঠেছে দেদার।

অন্যদিকে, রাজের বাড়ির পুজোয় সস্ত্রীক দেখা গেল আদৃত রায়কেও। অন্যদিকে দেবী আরাধনায় ব্যস্ত নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্ত। মেয়ে রাজনন্দিনীকে সঙ্গে নিয়ে পুজোর কাজে বসলেন তিনি।

Sohini Sarkar Subhashree Ganguly Raj Chakrabarty Saraswati Puja
Advertisment