Advertisment
Presenting Partner
Desktop GIF

'আমি রাজ কুন্দ্রার ওই অ্যাপ দেখেছি', পর্নফিল্ম কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মিকা সিং!

Raj Kundra Arrested in Pornography Case: ওই অ্যাপে কী ধরনের ভিডিও দেখা যেত? জানালেন মিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
raj kundra arrested,raj kundra pronography case,raj kundra porn film case,raj kundra shilpa shetty,raj kundra case,raj kundra,raj kundra news,raj kundra latest news,raj kundra gehana vashishtha, Mika Singh

পর্নফিল্ম কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মিকা সিং!

পর্নফিল্ম বানিয়ে অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজ কুন্দ্রাকে (Raj kundra) গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পর্নফিল্ম কাণ্ডে। এরপর থেকেই শোরগোল গোটা ইন্ডাস্ট্রিজুড়ে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন মিকা সিং (Mika Singh)। যে অ্যাপে রাজ প্রযোজিত প্রাপ্তবয়স্কদের ছবি দেখা যেত, সেই অ্যাপ তিনি দেখেছেন বলে জানিয়েছেন।

Advertisment

মুম্বইয়ের সাংবাদিকদের কাছে মিকা জানান, "আমি ওই অ্যাপ দেখেছি। সেটার বিষয়ে বিশেষ কিছু না জানলেও সেখানে বিশেষ কিছু তো দেখতে পাইনি। আমার তো সাধারণই লেগেছিল। তেমন কিছু ছিল না ওই অ্যাপে। আশা করি, খুব বড় কিছু ঘটবে না। যদিও এখন সবটাই আদালতের হাতে। বিচারকরাই সত্য-মিথ্যা বিচার করবেন।" পাশাপাশি রাজ কুন্দ্রাকে ভাল মানুষ বলেও জানান মিকা।

উল্লেখ্য, পুলিশি সূত্রে খবর, ইংল্যান্ডে প্রদীপ বক্সি নামে রাজের এক ঘনিষ্ঠ বন্ধু থাকেন। সেখানে কেনরিন প্রোডাকশন হাউজ নামের একটি প্রযোজনা সংস্থা চালান। ওই কোম্পানির চালানোর পাশাপাশি তিনি রাজেরও বিজনেস পার্টনার ছিলেন। রাজ কুন্দ্রার মোবাইল ঘেঁটেই নাকি পুলিশ সেই তথ্য জোগাড় করেছে। এমনকী পর্নফিল্ম বানিয়ে কত মুনাফা হত, সেই সম্পর্কিত রাজ-প্রদীপের হোয়াটসঅ্যাপ চ্যাটও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন ‘আমার পরের ছবিতে বলিউডের নোংরামো দেখাব’, পর্নফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রাকে কটাক্ষ কঙ্গনার

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে রাজকে সিএমএম আদালতে পেশ করা হলে আগামী ৪ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় তাঁকে। এমনকী, জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত বন্দি থাকতে হবে তাঁকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mika Singh Raj Kundra Arrest
Advertisment