/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/sherlin-1.jpg)
রাজ কুন্দ্রা পর্নফিল্ম মামলায় শার্লিন চোপড়াকে 'তলব' মুম্বই পুলিশের
রাজ কুন্দ্রার (Raj kundra) গ্রেফতারির পর প্রথম মুখ খুলেছিলেন বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া (Sharlyn Chopra)। বিস্ফোরক অভিযোগ এনে শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীর বিরুদ্ধে বলেছিলেন, প্রত্যেকটি পর্ন ছবিতে কাজ করার জন্য রাজ কুন্দ্রা তাঁকে ৩০ লক্ষ টাকা করে দিতেন। শুধু তাই নয়, শিল্পার স্বামীর হাত ধরেই যে প্রাপ্তবয়স্ক ছবির জগতে তাঁর আগমন ও ২০-২৫টি ছবি করেছেন, সেকথাও মহারাষ্ট্রের সাইবার সেলকে জানিয়েছেন অভিনেত্রী। এবার সংশ্লিষ্ট মামলার তদন্তের স্বার্থেই শার্লিন চোপড়াকে সমন পাঠালো মুম্বই পুলিশ।
সংবাদসংস্থা ANI সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টায় ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিতে হবে শার্লিন চোপড়াকে। পর্নোগ্রাফি মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হবে। সম্প্রতি একটি ভিডিও তিনি মুখ খুলেছিলেন। অভিনেত্রীর দাবি, তিনিই প্রথম মহারাষ্ট্র সাইবার সেলের কাছে আর্মসপ্রাইম সম্পর্কে বলেছিলেন। যে সংস্থাটি রাজ কুন্দ্রার পর্নফিল্ম মামলায় যুক্ত।
<আরও পড়ুন: ‘কত চিঠি লিখত, উপহার পাঠাত, ফিরে এসো’, হিমাচল ধসে অনুরাগীর মৃত্যুতে শোকবিহ্বল কঙ্গনা>
শার্লিনের মন্তব্য, ধৃত রাজ কুন্দ্রার মামলা সম্পর্কে তাঁর অনেক কিছুই বলার রয়েছে। কিন্তু যেহেতু তদন্ত চলছে, তাই বেশি কিছু বলতে পারবেন না তিনি। তাই যাঁরাই শার্লিনের সঙ্গে যোগাযোগ করছেন, তাঁদের সকলকে মুম্বই পুলিশের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।
অন্যদিকে, পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রার সঙ্গে হইচই-এর 'দুপুর ঠাকুরপো' খ্যাত ফ্লোরা সাইনির নাম জড়ানোয়, বেজায় চটেছেন অভিনেত্রী। এই সম্পর্কিত একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে মুখও খুলেছেন অভিনেত্রী। কী বলছেন ফ্লোরা? শুনে নিন-
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন