পর্নফিল্ম-কাণ্ডে রেহাই নেই রাজ কুন্দ্রার (Raj Kundra)। ১৯ জুলাই, গত সোমবার রাতে তাঁকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। গত শুক্রবার আদালতের তরফে আরও ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীকে বম্বে হাইকোর্টে তোলা হলে তাঁকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ চোদ্দ দিন রাজ কুন্দ্রাকে জেলে থাকতে হবে।
উল্লেখ্য, রাজের পাশাপাশি এদিন তাঁর কোম্পানির আইটি প্রধান রায়ান থর্পেকেও আদালতে তোলা হয়েছিল। তাঁকেও বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে, মডেল-অভিনেত্রী সাগরিকা সুমনের বিস্ফোরক অভিযোগ, "রাজ 'বিগ বস' প্রতিযোগীদের টার্গেট করছিলেন।"
<আরও পড়ুন: ‘কত চিঠি লিখত, উপহার পাঠাত, ফিরে এসো’, হিমাচল ধসে অনুরাগীর মৃত্যুতে শোকবিহ্বল কঙ্গনা>
প্রসঙ্গত, পর্নফিল্ম কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্ট মামলার তদন্তে পুলিশকে সাহায্য না করার অভিযোগে রাজ কুন্দ্রারই ভিয়ান ইন্ডাস্ট্রিজ-এর ৪ কর্মীকে সাক্ষী বানিয়েছে পুলিশ। তদন্তে প্রকাশ , শিল্পা শেট্টির স্বামী খোদ ফেব্রুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পর্নফিল্ম সংক্রান্ত তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ। মুম্বই পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুগল প্লে স্টোর ও অ্যাপল প্লে স্টোরে হটশটস অ্যাপ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর অন্য একটি অ্যাপে ভিডিওগুলি আপলোড করার পরিকল্পনা করেছিলেন রাজ। সেই বিষয়ে তদন্ত করতেই ওই ৪ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
অন্যদিকে, স্ত্রী শিল্পা শেট্টি রাজের এই পর্নফিল্ম ব়্যাকেটের বিষয়ে কিছু জানতেন কিনা, সেই বিষয়ে অভিনেত্রীকে ৬ ঘণ্টা জেরার পরও ক্রাইম ব্রাঞ্চ সন্তুষ্ট নয়। সূত্রের খবর, যার জেরে শিল্পার ফোন ক্লোনিং করার প্রস্তুতি নিচ্ছিলেন আধিকারিকরা। সেই বিষয়ে যদিও এখনও পর্যন্ত কোনওরকম মুখ খোলেনি মুম্বই পুলিশ। তবে সূত্রের খবর, অভিনেত্রীকে ফের জেরার সম্মুখীন হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন