scorecardresearch

‘আমিই পারলাম না কোনওদিন…’, তিনবছর বয়সেই নিখুঁত শঙ্খ বাজাচ্ছেন ইউভান! অবাক মা শুভশ্রী

ছেলের প্রতিভা দেখে মুগ্ধ শুভশ্রী!

shubhashree ganguly, raj chakraborty, shubhashree-raj son, yuvan raj chakraborty son, রাজ-শুভশ্রী, ইউভান, রাজের ছেলে ইউভান, shubhashree ganguly news, shubhashree ganguly update indian express entertainment news, express entertainment news, entertainment news today

চোখের পলকে যেন বড় হয়ে গেল ইউভান। একরত্তি এখন কত কিছু শিখেছে, কখনও চেয়ার বেয়ে উঠে পড়ছে আবার কখনও বাংলার আর পাঁচজন বাড়ির বাচ্চার মত নানা কিছু আয়ত্ব করতে ব্যস্ত সে। এবার সেই একরত্তির কান্ড দেখেই হাসি ধরছে না মা শুভশ্রীর।

গুনে গুনে বছর তিনেক বয়স তাঁর। তবে, কথায় পটু খুদে ইউভান। এটুকু বয়সে নাকি শঙ্খ বাজাচ্ছে মিনি চক্রবর্তী? বাড়িতে পুজো অর্চনা কম হয় না। সেই কোন ছোটবেলায় হাত দিয়ে ঢাক বাজিয়েছিল সে। এবার একেবারে ফুঁ দিয়ে শঙ্খ বাজাতে শোনা গেল তাঁকে। তাঁর সঙ্গে আনন্দ আর ধরে কে? সেই ভিডিও লেন্সবন্দী করেছেন মা শুভশ্রী।

আরও পড়ুন [ ‘কেন সাইন করেন ওর ছবি?’ ‘রকি আউর রানির’ পোস্টার আসতেই চুরির অভিযোগ করণ জোহরের বিরুদ্ধে! ]

সে যেন বিশ্বাসই করতে পারছেন না এসব। বেশ সুন্দর একবার ফু দিয়েই নির্দ্বিধায় শাঁখ বাজাচ্ছে সে। আর ছেলের এই গুণ দেখে মন্ত্রমুগ্ধ মা শুভশ্রী। শঙ্খ বাজাতে বেশ মজা পাচ্ছে ইউভান। শুভশ্রী স্বীকার করলেন, আমিই কোনোদিন বাজাতে পারলাম না, আর তুই পেরে গেলি? খুশিতে মাথা ঝাঁকিয়ে এদিক ওদিক একরত্তির।

রাজ শুভশ্রীর মিনি ভার্সন প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। তার নানা ভিডিও শেয়ার করেন বাবা মা দুজনেই। কখনও ফুটবল আবার কখনও ছোট হাতির সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকেন ইউভান। আর তাঁর এসব কান্ড দেখে মজাই পান অনেকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Raj shubhashree son yuvan played shonkho on just 3years old