সিনেমার নয়, দেখুন রাজ-শুভশ্রীর আসল বিয়ের ট্রেলার

প্রিওয়েডিং, রাজবাড়ির ছাদনাতলা থেকে কলকাতায় রিশেপসন- ঘরে-বাইরের সব অনুষ্ঠানের ছবি নিজেরাই পৌঁছে দিয়েছেন নেটপোকাদের কাছে। এবার ফ্যানেদের সামনে আনলেন তাঁদের বিয়ের ট্রেলার।

প্রিওয়েডিং, রাজবাড়ির ছাদনাতলা থেকে কলকাতায় রিশেপসন- ঘরে-বাইরের সব অনুষ্ঠানের ছবি নিজেরাই পৌঁছে দিয়েছেন নেটপোকাদের কাছে। এবার ফ্যানেদের সামনে আনলেন তাঁদের বিয়ের ট্রেলার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টলিউডের এই জুটির বিয়ে নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। বিতর্ক, ট্রোল পিছু ছাড়েনি অনুষ্ঠানের দিন পর্যন্ত। তাতে অবশ্য কিছু যায় আসেনি টলিউডের এই লাভ বার্ডসের। ঠিকই আন্দাজ করেছেন - কথা হচ্ছে রাজ-শুভশ্রীকে নিয়েই।

Advertisment

প্রিওয়েডিং, রাজবাড়ির ছাঁদনাতলা থেকে কলকাতায় রিসেপশন- ঘরে-বাইরের সব অনুষ্ঠানের ছবি নিজেরাই পৌঁছে দিয়েছেন নেটপোকাদের কাছে। এখানেই শেষ নয়, রয়েছে ভাতকাপড়ের অনুষ্ঠানে খুনসুটি, মিসেস রাজ চক্রবর্তী হয়ে ইনস্টাপোস্ট আরও কত কী! এবার ফ্যানেদের সামনে আনলেন তাঁদের বিয়ের ট্রেলার।

আরও পড়ুন, কপিক্যাটের তকমা রাজকে, বিয়েতেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রাজশ্রী

Advertisment

১১ মে সমস্ত লোকাচার মেনে বিয়ে করেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। বহু প্রতীক্ষিত বিয়ের সূচনা হয়েছিল বাওয়ালি রাজবাড়িতে। এমনকি নায়িকা স্ত্রী আচার মেনেছেন শ্বশুরবাড়িতেও। তাই বলে নিজের বিয়েতে মজা করেননি তা নয়। চুটিয়ে আনন্দ করেছেন এই জুটি। করবেন নাই বা কেন, অপেক্ষার দিনগোনা শেষ করে চারহাত এক হল যে।

আরও পড়ুন, বাওয়ালি রাজবাড়িতে রাজ-শুভশ্রীর শুভলগ্ন, দেখুন গায়ে হলুদের আড়ম্বর!