/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/r1.jpg)
রাজ-শুভশ্রীকে নিয়ে চরম চর্চা!
রাজের জন্মদিনে বিরাট প্ল্যানিং ছিল শুভশ্রীর। কেক, মধ্যরাতের সেলিব্রেশন সবকিছুই ছিল। তবে, আবার কেন বিতর্ক? শুভশ্রী রাজকে নিয়ে আবারও শোরগোল নেটপাড়ায়! কেন?
জন্মদিনের সন্ধেবেলায় পার্টির আয়োজন ছিল এটুকু বলাই যায়। শুভশ্রীর পরনে লাল পোশাক, রাজ আপাদমস্তক পড়েছেন কালো পোশাক। প্রথম ছবি দেখেই শোরগোল! রাজকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন শুভশ্রী, আর তারপরেই শুরু শোরগোল। কেউ কেউ তো 'কেচ্ছা' বলেই সম্বোধন করলেন এই ছবিকে। রাজ শুভশ্রীর এই ছবি দেখে মোটেই পছন্দ হয়নি বেশিরভাগ অনুরাগীদের। তাঁদের কথায়, সবকিছু পাবলিকের সামনে না করাই ভাল।
জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানাতে গিয়েই বিপাকে পড়েছেন টলি পাড়ার দুই বিখ্যাত মানুষ। কেউ কেউ তো আবার রাজের উদ্দেশ্যে এই প্রশ্নও করলেন, "আপনি নাকি আবার MLA? শালীনতা কোথায় গেল আপনার"? অভিযোগ তুললেন এমনও, "রাজের জায়গায় অন্য কোনও নেতা এই কাজ করলে যারা সাপোর্ট করছেন তারা পারতেন তো"? সবমিলিয়ে বিতর্ক তুঙ্গে। যদিও এখানে শেষ নয়, জল গড়িয়েছে অনেকদূর।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/raj.jpg)
আরও পড়ুন < খাবারে চুল! অভিযোগের পরও হেলদোল নেই Emirates-এর, তুলোধনা মিমি চক্রবর্তীর >
বেশিরভাগের দাবি, একটু বেশি বেশি হয়ে গেল না। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখতে পছন্দও করেন তাঁদের দর্শকরা। তবে, এইক্ষেত্রে যেন ভাগ হয়ে গিয়েছে গোটা বিষয়। একদল তাঁদেরকে সাপোর্ট করছেন, আরেকদল এতটা খুল্লামখুল্লা প্রেম, মোটেই ভাল চোখে দেখছেন না। সোশ্যাল মিডিয়া শুধু বড়দের নয় বরং অনেকসময় বাচ্চাদের চোখেও পরে এসব, দুজনকেই তুলোধোনা করছেন জনগণ।
এদিকে, কেউ কেউ আবার রাজ শুভশ্রীকে প্রশংসাও করলেন। দুজনকে ভালবাসায় থাকার কথাও জানালেন তাঁরা। বললেন, "আপনারা সুখে থাকুন"। আবার কেউ কেউ বললেন, "এসব হলিউডের কারবার এখানে করবেন না। যেখানে থাকার সেখানেই থাকুন"।