scorecardresearch

‘প্রতি মিনিটে চুমু খাই…’, নিন্দুকদের তুলোধনা ‘বিধায়ক-স্ত্রী’ শুভশ্রীর

ট্রোলিং-কে বুড়ো আঙুল শুভশ্রীর!

raj chakraborty, shubhasree ganguly, raj shubhashree kiss
রাজ-শুভশ্রীকে নিয়ে চর্চা!

রাজের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় লিপলক ছবি, তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চরম শোরগোল। প্রশ্ন উঠেছিল রাজের বিধায়ক প্রসঙ্গেও। রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন রাজ, তারপরেও এহেন আচরণ? বিরাট ট্রোল হয়েছিলেন রাজ শুভশ্রী দুজনেই।

রাজের ঠোঁটে ঠোঁট – দর্শকরা যেন চমকে গিয়েছিলেন এই ছবি দেখে। তাঁদের কথায়, কিছু বিষয় বন্ধ দরজার আড়ালে হলেই ভাল। যদিও এই বিষয়কে বিন্দুমাত্র গায়ে মাখেন নি রাজ শুভশ্রী। ‘কুছ তো লোগ কাহেঙ্গে’… তাই একেবারেই পরোয়া নয়। বরং নিজেদের এই ব্যাক্তিগত বিষয় নিয়ে নিতান্তই স্বাভাবিক উত্তর দিলেন শুভশ্রী। কী বলছেন অভিনেত্রী?

আরও পড়ুন [ আধখানা হয়ে ঝুলছে আঙুল! রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে অরুণিমা ঘোষ ]

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এর জবাব দিয়েছেন। অভিনেত্রী বলেন, “আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই, এটা আমরা করেই যাব”। যদিও সেইদিন প্রথমবার নয় বরং এর আগেও বর্ষবরণে খোলা আকাশের নীচে একে অপরকে চুমু খাওয়ার প্রসঙ্গে ট্রোল হয়েছিলেন দুজনে। কখনও শুভশ্রীর ইংরেজি, আবার কখনও রাজের রাজনীতির কেরিয়ার নিয়ে নানান কটাক্ষ করে থাকেন নেটজনগণ। তবে, শুভ সাফ জানিয়ে দিলেন এসবের জন্য সময় নেই। বরং, এক মুহুর্ত সময় নষ্ট না করে তাঁরা বাঁচতে চান। তাই সব কিছুই পজিটিভ ভাবেই নিয়ে থাকেন।

উল্লেখ্য, অভিনয়ে তাঁর ট্রান্সফরমেশন দেখে নিদারুণ প্রশংসা করেছেন অনেকেই। পরিণীতা থেকে ধর্মযুদ্ধ আবার, ইন্দুবালা ভাতের হোটেল। নিজেকে অনেকটাই পরিণীত করেছেন অভিনেত্রী হিসেবে। সামনেই ইন্দুবালার গল্প বলতে আসছেন তিনি। অন্যদিকে, রাজ আবার প্রলয় নিয়েও যথেষ্ট ব্যস্ত। তাঁর সঙ্গে রাজনীতি তো রয়েছেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Raj shubhasree kissing picture trolling actress said nothing changed us