Rajinikanth-Dhanush Bomb Threat: ভয়ঙ্কর আতঙ্কে রজনীকান্ত! কী এমন ঘটল তাঁর বাড়িতে? ভয়ে কাঁপছেন ধনুশ-ও

Rajinikanth-Dhanush Bomb Threat: অক্টোবরের শুরুতেও ত্রিশা কৃষ্ণান, ইলাইয়ারাজা ও এস. ভি. শেখরসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে একই ধরনের ইমেল পাঠানো হয়েছিল।

Rajinikanth-Dhanush Bomb Threat: অক্টোবরের শুরুতেও ত্রিশা কৃষ্ণান, ইলাইয়ারাজা ও এস. ভি. শেখরসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে একই ধরনের ইমেল পাঠানো হয়েছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rajini

যা জানা যাচ্ছে...

Rajinikanth-Dhanush Bomb Threat: ২৭শে অক্টোবর চেন্নাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিনেতা রজনীকান্ত এবং ধনুশের বাড়িতে বোমা হামলার হুমকি সংক্রান্ত একটি ই-মেইলের জবাব দেয়। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালকের (DGP) অফিসে পাঠানো ওই ইমেলে অভিযোগ করা হয় যে, এই দুই অভিনেতার পাশাপাশি তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেবালপেরুন্থাগাই-এর বাড়িতেও বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছে।

Advertisment

ইমেল পাওয়ার পরপরই কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। রজনীকান্ত, ধনুশ এবং সেবালপেরুন্থাগাইয়ের বাড়িতে দ্রুত বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দল (Bomb Disposal Squad) পাঠানো হয়। পুলিশ প্রতিটি স্থানে নিরাপত্তা পরীক্ষা চালায়, তবে কোথাও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে কর্মকর্তারা নিশ্চিত করেন, এটি সম্পূর্ণভাবে একটি ভুয়ো হুমকি ছিল।

Hiten Tejwani: ৩০ দিন ডাবল শিফটে কাজ-ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা, লাখ টাকা কামানোর কঠিন অজ্ঞিজতা হিতেনের

Advertisment

রজনীকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, বাড়িতে কোনও অচেনা ব্যক্তি প্রবেশ করেনি এবং বিস্ফোরক রাখার সম্ভাবনাও নেই। একইভাবে ধনুশের বাড়িতেও কোনও হুমকির চিহ্ন পাওয়া যায়নি। চেন্নাই সিটি পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল একত্রে তদন্ত চালিয়ে, ইমেলে উল্লিখিত অন্যান্য ঠিকানাও পরীক্ষা করে। কিন্তু সব জায়গাতেই ফলাফল একই - কোনও বিস্ফোরক মেলেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, DGP অফিসে পাঠানো ইমেলটি পরবর্তীতে গ্রেটার চেন্নাই সিটি পুলিশকে ফরওয়ার্ড করা হয়। তদন্তে স্পষ্ট হয়, এই ঘটনাটি সাম্প্রতিককালে ঘটে যাওয়া 'বোমা হুমকি প্রতারণা'-এর অংশ। অক্টোবরের শুরুতেও ত্রিশা কৃষ্ণান, ইলাইয়ারাজা ও এস. ভি. শেখরসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে একই ধরনের ইমেল পাঠানো হয়েছিল। সেগুলিও পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত হয়।

আইন প্রয়োগকারী সংস্থা জানায়, এই ধরনের ইমেল হুমকি সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গত ৯ অক্টোবর এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছিল, যিনি অভিনেতা বিজয় ও টিভিকে চেয়ারম্যানের বাড়িতে বোমা রাখার হুমকি দিয়েছিলেন। এখন পর্যন্ত সব তদন্তেই প্রমাণিত হয়েছে, এসব হুমকি সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য এবং বিভ্রান্তিকর।

Dhanush Entertainment News Today Entertainment News rajinikanth