Advertisment
Presenting Partner
Desktop GIF

নাম ঘোষণার আগেই ফাঁস হল রজনীকান্তের দলের নির্বাচনী প্রতীক

কেন এই প্রতীক, তারও কাহিনি বেশ মজাদার।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajinikanth

একুশের নির্বাচনে তামিলনাড়ু কাঁপাতে নামছেন সুপারস্টার রজনীকান্ত। থালাইভা আগেই জানিয়েছিলেন, নিজের রাজনৈতিক দলের নাম ৩১ ডিসেম্বর ঘোষণা করবেন। এবার শোনা যাচ্ছে, কোন প্রতীকে তাঁর দল ভোটে লড়বে। জানা গিয়েছে, একুশের নির্বাচন অটোরিকশা প্রতীকে লড়বেন রজনী। ইতিমধ্যেই নির্বাচন কমিশন 'মাক্কাল সেবাই কাটচি' নামে একটি দলকে বরাদ্দ করেছে। তবে সেটাই কি রজনীকান্তের দল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisment

তবে কেন অটোরিকশার নাম উঠে আসছে, তারও একটা কাহিনি আছে। ১৯৯৫ সালে ব্লকবাস্টার তামিল ছবি 'বাশা'-তে এক অটোচালকের চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। তার ২৫ বছর পরও ভক্তদের মনে সেই চরিত্র গেঁথে রয়েছে। আয়ুধা পুজোর সময়, তামিলনাড়ুরে বহু অটোচালককে এখনও সেই রজনীকান্তের 'নান অটোকারন' গানে নাচেন। সূত্রের খবর, রজনী মাক্কাল মনদ্রম নামে একটি সংগঠনের শীর্ষ নেতা নির্বাচন কমিশনে মাক্কাল সেবাই কাটচি নামে দলের রেজিস্ট্রেশন করেছেন। শোনা যাচ্ছে, রজনীকান্তের নির্দেশেই নাকি এমন দলের রেজিস্ট্রেশন হয়েছে।

আরও পড়ুন শিয়রে একুশের বিধানসভা ভোট, দ্রাবিড়ভূমের রাজনীতিতে নয়া জোট সমীকরণ রজনী-কমলের!

এটাও গুঞ্জন যে, রজনীর দল প্রথমে আনাইতিন্ধিয়া মাক্কাল শক্তি কাজাগম নামে নথিভুক্ত হয়েছিল। রজনীর বিখ্যাত দুই আঙুল দেখানো জয়ের প্রতীক দিয়ে। এর আগে ১৯৯৬ সালে তামিল ম্যানিলা কংগ্রেস-ডিএমকে জোটকে সমর্থন করেছিলেন। তখন ম্যানিলা কংগ্রেস তাঁর ১৯৯২ সালের সুপারহিট ছবি আন্নামালাই-এর সংলাপকে দলের থিম সং করেছিল। সেই ছবিতে একজন দুধওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এদিকে, কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়ামের নির্বাচনী প্রতীক হিসাবে ব্যাটারি টর্চকে খারিজ করেছে নির্বাচন কমিশন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rajinikanth tamil nadu
Advertisment