Advertisment

তিনটি ছবি, ১০০০ কোটি আয়, নেপথ্য নায়ক রজনীকান্ত

সারা বিশ্বে অঙ্কের নিরিখে রজনীকান্ত অভিনীত শেষ তিনটি ছবির মোট আয় ১০০০ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টরা জানিয়েছেন, 'কালা' সারা বিশ্বে আয় করেছে ১৫০ কোটি টাকা, '2.0' র ব্যবসার অঙ্কটা ৭০০ কোটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajinikanth’s Petta is still raking in the moolah.

এখনও শীর্ষে রজনীকান্ত।

সময়টা সাত মাস, তার মধ্যেই তিনটি ছবি মুক্তি পেয়েছে রজনীকান্তের - 'কালা', '2.0' ও 'পেট্টা'। এটা সত্যিই অবিশ্বাস্য। কারণ অনেকদিন ধরেই বছরে স্রেফ একটা করে ছবি করেন রজনীকান্ত। কখনও কখনও তা দু'বছরও হয়ে যায়। তবে কেরিয়ারের প্রথমদিকে প্রত্যেক বছর একটা করে ছবি করতেন এই সুপারস্টার। ১৯৭৮ সালে 'বৈরভী' নামে একটি ছবির হিরো ছিলেন রজনীকান্ত। মোট ২১ টি ভাষায় মুক্তি পেয়েছিল সেই ছবি, যা সর্বকালের রেকর্ড।

Advertisment

পর পর রজনীকান্তের ছবি মুক্তি পাওয়াতে স্বস্তির নিঃশ্বাস পড়েছে তামিল নাড়ুর বক্স অফিস মহলে। একের পর এক হল বন্ধ হয়ে যাওয়া, জিএসটির ঝামেলা, অনলাইন পাইরেসি, ক্ষমতার আতিশয্য, অর্থনৈতিক সমস্যা পেরিয়ে এক নম্বরে সেই থালাইভা। ইন্ডাস্ট্রির শুভাকাঙ্খীরা কেবল প্রার্থনা করেন, থালাইভা এমন করেই অনেকগুলো ছবি করে নিজেকে দর্শকের সামনে মেলে ধরুন।

প্রযোজক ও ডিস্ট্রিবিউটর জি ধনঞ্জয়ন ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বলেন, ''সাত মাসে রজনীকান্তের তিনটি ছবি মুক্তি পেয়ে ইন্ডাস্ট্রিকে বিরাট অঙ্কের আয় দিয়েছে। এমনকি এবছর তামিল সিনেমা ভারতে সবথেকে বেশি রাজস্ব অর্জন করেছে। বানিজ্যিকভাবে ছবিগুলো কতটা সাফল্য পেয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, দেখার বিষয় এটাই যে প্রত্যেকটা ছবি বক্স অফিসে জায়গা করে নিয়েছে। এতেই আমাদের খুশি হওয়া উচিৎ।"

আরও পড়ুন, রণবীর সিংকে কেন জড়িয়ে ধরলেন অমিতাভ বচ্চন?

সারা বিশ্বে অঙ্কের নিরিখে রজনীকান্ত অভিনীত শেষ তিনটি ছবির মোট আয় ১০০০ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টরা জানিয়েছেন, 'কালা' সারা বিশ্বে আয় করেছে ১৫০ কোটি টাকা, '2.0' র ব্যবসার অঙ্কটা ৭০০ কোটি। ''আর তামিলনাড়ুতে মুক্তির ১৫ দিনেই 'পেট্টা'র সংগ্রহ ১০০ কোটি," দাবী 'পেট্টা'র ডিসট্রিবিউটর সুব্রক্ষণ্যমের।

ফেব্রুয়ারির শেষে তামিল নাড়ুতে 'পেট্টা' আরও ১২০ কোটি টাকা আয় করবে বলে ধারণা। গত সপ্তাহে ছবিটির প্রযোজক সান পিকচারস একটি ভিডিও টুইট করে তাদের আয়ের কথা জানায়। পেট্টার আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর সংস্থা জানায়, "সারা ভারতের ডিস্ট্রিবিউটররা খুশি, কারণ ১৭ জানুয়ারি পর্যন্ত বিশ্বে ৬৫ কোটি টাকার ব্যবসা করেছে পেট্টা।"

সুব্রক্ষণ্যম বলেন, "তিনটে ছবি একসঙ্গে ১০০০ কোটির বেশি আয় করেছে। রজনীকান্ত ছাড়া অন্য কোনও নায়ক এত বিশাল অঙ্কের ব্যবসা এই স্বল্প সময়ের মধ্যে দিতে পারেন না। তিনি এক নম্বরে।"

Read the full story in English 

rajinikanth
Advertisment