/indian-express-bangla/media/media_files/bIJxwTsHJfJIoG73V1dj.jpg)
কী বলেছিলেন এই অভিনেতা? Photograph: (ফাইল)
সব অভিনেতাই কি সোনার চামচ মুখে নিয়ে জন্মায়? এমন কিছু অভিনেতা আছেন, যারা নিজের জীবনে নানা ধরণের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। এমনকি, খেয়াল করলে দেখা যাবে ঠিক করে খাবার দাবার জুটত না। তাঁরা যেভাবে শুরুর দিনগুলো কাটিয়েছেন, সেই নিয়ে উপন্যাস লেখা হয়ে যাবে। এমনি এক অভিনেতা আছেন, যার নাম রাজকুমার রাও।
রাজকুমার রাও গতকাল ৪১ বছরে পা রেখেছেন। কিন্তু, ইন্ডাস্ট্রির বুকে তাঁর যাত্রাপথ নেহাত সহজ ছিল না। এবং, খেয়াল করলে দেখা যাবে, মাসে ১০ হাজার রোজগার করতেও মাথার ঘাম পায়ে পড়ত তাঁর। রাজ একবার নিজেই জানিয়েছিলেন, কীভাবে সারাদিন শুধু বিস্কুট খেয়েই দিন কাটাতেন তিনি। বলেছিলেন, "এমনও দিন গিয়েছে যে ব্যাংক আকাউন্টে মাত্র ১৮টাকা ছিল। দিনে এক প্যাকেট পারলে-জি বিস্কুট খেয়ে সময় পার করেছি। এমনকি, বন্ধুদের ফোন করে বলতাম, আমার সঙ্গে একটু খাবার শেয়ার করবি?"
Dev Anand: বাবার ছায়ায় ঢাকা পড়া এক অভিনেতা, ক্রমশই তলিয়ে গেলেন অন্ধকারে, হয়েই উঠতে পারলেন না যোগ্য উত্তরসুরী
এমনকি, তাঁর নিজের ব্যক্তিগত জীবনে তিনি শাহরুখ খান এর মাধ্যমে দারুণ অনুপ্রেরণা পেয়েছিলেন। এমনকি, শাহরুখকে দেখেই তিনি অভিনয় জীবনে আসার কথা ভেবেছিলেন। বলেছিলেন, "ছোটবেলায় আমি শাহরুখ স্যারের ভীষণ ভক্ত ছিলাম। তার পোস্টারগুলোর দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতাম। মনে হতো, যদি বাইরের কেউ শাহরুখ স্যারের মতো এত বড় হতে পারেন, তবে আমিও একদিন পারব- এমন আশাই বুকে জন্ম নিত।"
শাহরুখ খান তার কাছে সম্ভাবনার প্রতীক হয়ে ওঠেন। খানের উত্থান তাকে বিশ্বাস করিয়েছিল- ইন্ডাস্ট্রির বাইরের এক সাধারণ ছেলেও বড় স্বপ্ন দেখতে পারে, আর সেগুলো সত্যি করাও অসম্ভব নয়।