scorecardresearch

ছাদনাতলায় লিঙ্গবৈষম্য বিরোধী বার্তা! একে-অপরকে সিঁদুর পরালেন রাজকুমার-পত্রলেখা, দেখুন

নেটদুনিয়ার চোখ ভেজালো এমন দৃশ্য। ভিডিও দেখুন।

Rajkummar Rao, Patralekhaa, Rajkummar Rao-Patralekhaa wedding, রাজকুমার রাও, পত্রলেখা, রাজকুমার-পত্রলেখা, রাজকুমারকে সিঁদুর পরালেন পত্রলেখা, bengali news today
রাজকুমার-পত্রলেখা

Rajkummar Rao-Patralekha wedding: হিন্দু রীতি অনুযায়ী স্বামীরাই স্ত্রীয়ের সিঁথিতে সিঁদুর পরান। কিন্তু এক্ষেত্রে প্রথা ভাঙলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। তারকাজুটির বিয়েতে ঘটল নিয়মের উলাট-পুরাণ। একে-অপরকে পরালেন সিঁদুর। কপালে এঁকে দিলেন ভালবাসার রং। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল। রাজকুমার-পত্রলেখা যে তাঁদের এহেন পদক্ষেপে লিঙ্গবৈষম্য বিরোধী বার্তা দিলেন, তা বলাই বাহুল্য।

ভালবাসার এমন দৃষ্টান্ত দেখে চোখ ভিজেছে নেটদুনিয়ার। বলছেন, এমন অঙ্গীকার-ই তো চাই দাম্পত্যে। বৈদিক বৈবাহিক প্রথায় স্বামী-স্ত্রী দুজনই একে-অপরকে সিঁদুর পরান। রাজকুমার-পত্রলেখাও সেই রীতি পালন করলেন। ১৫ নভেম্বর, সোমবারই সাত পাকে বাঁধা পড়েছেন তারকাজুটি। তাঁদের দীর্ঘ ১১ বছরের সম্পর্ককে পরিণতি দিলেন ছাদনাতলায়। বিয়ে, রিসেপশনের ছবি-ভিডিও প্রকাশ্যে আসায় নেটদুনিয়াতেও শোরগোলের অন্ত নেই।

[আরও পড়ুন: ‘অত বড় সুপারস্টার হয়েও সলমন কত বিনম্র’, IFFI-এর মঞ্চে দেখা করে বলছেন ঋতাভরী]

বিয়ের মণ্ডপে পত্রলেখার প্রবেশের সময় ‘সিটি’ বাজিয়ে তাঁকে স্বাগত জানায় রাজকুমার রাও। কম যান না পত্রলেখাও। খুনসুঁটিতে মেতে ওঠেন স্বামীর সঙ্গেও। প্রকাশ্যেই বলেন, “মাত্র ১১ বছর ধরে আমরা একে-অপরকে চিনি। তবু মনে হয়, বহু জন্মের পরিচিতি। রাজকুমার শুধু এই জন্মে নয়, পরের সব জন্মে তোমাকেই চাই।” আবেগাপ্লুত হয়ে পড়েন দুজনেই। রাজকুমারও স্ত্রী পত্রলেখার উদ্দেশে বলেন, “ধন্যবাদ, আমার স্ত্রী হওয়ার জন্য। আমি তোমার বলা এই কথাগুলো মনে-প্রাণে বিশ্বাস করি।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rajkummar rao patralekhaa puts vermilion on each others forehead