scorecardresearch

দীর্ঘদিনের প্রেম এবার ছাদনাতলায়, বুধবারই বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা!

উপস্থিত থাকছেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। কোথায় বসছে বিয়ের আসর?

Rajkummar Rao, Patralekhaa, Rajkummar Rao, Patralekhaa's wedding, bollywood, রাজকুমার রাও, পত্রলেখা, রাজকুমার-পত্রলেখা, bollywood, bengali news today
বুধবারই বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা!

বছর খানেক ধরেই জল্পনা এই তো সেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজকুমার রাও (Rajkummar Rao) এবং তাঁর প্রেমিকা পত্রলেখা (Patralekhaa)। কিন্তু শেষমেশ যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন বলিউডের তারকাজুটি। তবে এবার দীর্ঘদিনের প্রেম গড়াতে চলেছে ছাদনাতলায়। কানাঘুষো শোনা যাচ্ছে, ১০ নভম্বের, বুধবারই বিয়ে করছেন রাজকুমার-পত্রলেখা।

আজ্ঞে, ভিকি-ক্যাটরিনার বিয়ের জল্পনার মাঝেই বলিউডে বিয়ের সানাই বাজল। ঘনিষ্ঠ সূত্রের খবর, মুম্বইতে নয়, তারকাজুটি সাত পাকে বাঁধা পড়বেন চণ্ডীগড়ে। একেবারেই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও দুই পরিবার সাক্ষী থাকছে রাজকুমার-পত্রলেখার বিয়েতে। জাঁকজমক করে নয়, খুব ঘরোয়াভাবেই বিয়ে করছেন দুই তারকা।

[আরও পড়ুন: মা-মেয়ে নয়, যেন দুই বোন! ‘বিজলি’ গানে মেয়ের সঙ্গে শ্বেতার নাচের ভিডিও ভাইরাল]

ইতিমধ্যেই পত্রলেখার বাড়ির লোকজন শিলং থেকে পৌঁছে গিয়েছেন চণ্ডীগড়ে। রাজকুমারের পরিবারের সদস্যরাও এক এক করে আসছেন। অতিথি তালিকা একেবারেই ছোট। আসলে রাজকুমার ও পত্রলেখাই চেয়েছিলেন তাঁদের বিবাহ আসরে যেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনরাই উপস্থিত থাকেন। সেই মাফিক-ই করা হয়ে বিয়ের আয়োজন।

প্রসঙ্গত এর আগে শোনা গিয়েছিল, মুম্বইতেই বসবে বিয়ের আসর। তবে এবার সব জল্পনার অবসান। ফিরে এসে সিনে ইন্ডাস্ট্রির তারকাদের পার্টি দেওয়ার পরিকল্পনাও রয়েছে তারকাজুটির। এদিকে রাজকুমারের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল অনুরাগীদের মধ্যে। ছাদনাতলা থেকে কখন প্রকাশ্যে আসবে বর-কনে বেশে দুই তারকার ছবি? সেই অপেক্ষাতেই প্রহর গুণছেন তাঁরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rajkummar rao patralekhaas wedding on board