scorecardresearch

বড় খবর

সংকটজনক রাজু শ্রীবাস্তব, দিল্লি পৌঁছলেন কমেডিয়ানের স্ত্রী

শারীরিক অবনতি রাজু কমেডিয়ানের, উদ্বিগ্ন অনুরাগীরা

সংকটজনক রাজু শ্রীবাস্তব, দিল্লি পৌঁছলেন কমেডিয়ানের স্ত্রী
প্রয়াত রাজু শ্রীবাস্তব

গুরুতর সংকটে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ( Raju Srivastava )। গতকাল সকালে জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। আর আজ সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অভিনেতাকে দেওয়া হয়েছে ভেন্টিলেটরে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, তার শারীরিক অবস্থা সংকটজনক। ভেন্টিলেটরে রাখা হয়েছে অভিনেতাকে। ভাই অশোক শ্রীবাস্তব জানিয়েছেন, কমেডিয়ানের স্ত্রী ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন। গতকাল ট্রেডমিলে দৌড়াতে গিয়েই অভিনেতার হার্ট অ্যাটাক হয়। শীঘ্রই তাকে দিল্লি AIIMS এ নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন [ ৪৮ ঘণ্টা ঘুম নেই! ‘কোনও রাজ্য লাল সিং চাড্ডা বয়কট করলে..’, বিস্ফোরক আমির ]

গতকাল জানানো হয়েছিল মাইল্ড অ্যাটাক হয়েছে অভিনেতার, আপাতত ভাল আছেন। কিন্তু রাত গড়াতেই বিপত্তি। চিকিৎসকরা অবশ্য জানিয়েছিলেন, তাকে কিছুদিন অবজারভেশনে রাখা হবে তারপরেই সবকিছু জানানো সম্ভব।

প্রসঙ্গত, স্ট্যান্ড আপ কমেডির জগতে বেশ পুরনো নাম রাজু। নিজের কৌতুকের মাধ্যমে প্রচুর মানুষের মন জয় করেছেন। বেশ কিছুদিন আগেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, দিপেশ ভানের। তার আগে সিদ্ধার্থ শুক্লা। তবে বলিউড ফিল্মে বেশ পরিচিত নাম রাজু। ‘ম্যানে প্যার কিয়া’, ‘বোম্বে টু গোয়া’, ‘আমদানি আঠানি খরচা রুপাইয়া’ – ছবিতেও কাজ করেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Raju srivastava critical condition ventilator icu