Rakhi Sawant : বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ন্তকে নিয়ে বিতর্ক প্রায়ই দানা বাঁধে। ব্যক্তিগত জীবনের নানান কীর্তির কারণে লাইমলাইটে চলে আসেন রাখি সাওয়ন্ত। এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন অভিনেত্রী। ভারতে আসার ইচ্ছে থাকলেও তা পারছেন না। ভয় পাচ্ছেন, দেশে ফিরলেই যদি পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যান। রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি রাখির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই সময় রাখির অস্ত্রোপচার হওয়ার কারণে পুলিশ তাঁকে আটক করতে পারেনি। হাসপাতাল থেকে ফিরে সোজা দুবাই চলে গিয়েছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যেখানে রাখি বলছেন, অ্যারেস্ট হওয়ার ভয়ে ভারতে আসতে ভয় পাচ্ছেন।
আর তিনি কারও কাছে সাহায্যও চাইতে পারছেন না। বিশেষ করে বলিউডের সুপারস্টার শাহরুখ বা সলমানের থেকে সাহায্য নিতে চাইছেন না। কারণ এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সমস্যা। এই বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে জড়াতে চান না রাখি। নিজের দেশে ফিরতে পারছেন না বলে নিজেকে ‘ভিখারি’ বলে সম্বোধন করেছেন।
‘ইন্সট্যান্ট বলিউড’ –কে দেওয়া সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, ‘না, আমি কারও সাহায্য চাই না। আমার আমার লড়াই। সলমান ভাই, ফারহা খান, শাহরুখ জি-কে বললে এক সেকেণ্ডে আমার জামিন করিয়ে দিতে পারবেন। কিন্তু, আমি এই সমস্যায় কাউকে জড়াতে চাই না। আমি আর কত সকলের থেকে সাহায্য চাইব। ভারতের আইনের উপর আমার ভরসা আছে। যদি আমি কোনও দোষ না করে থাকি, তাহলে আইন আমাকে কখনই শাস্তি দেবে না।’
আদিলের উপর ক্ষোভ উগরে দিয়ে রাখি বলেন, আমার প্রাক্তন স্বামী প্রতিশোধ পরায়ন হয়ে উঠেছে। আমাকে জেলে পাঠাতে চায়। কিন্তু, আমার কাছে সব প্রমাণ আছে। দেড় বছরে আমি আমার সমস্ত সঞ্চয় আইনজীবীদের জন্য খরচ করে ফেলেছি। কিন্তু, কেউ আমার জামিন করাতে পারছে না। প্রসঙ্গত, ২০২২- এ আদিলের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাখি। বছর ঘুরতেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে প্রতারণা থেকে যৌন নিগ্রহের মতো অভিযোগ এনে ডিভোর্সের মামলা করেন অভিনেত্রী।
আরও পড়ুন : চরম অবসাদে কঠিন পদক্ষেপ! নীতিনের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য