Advertisment

Rakhi sawant: পড়শি দেশের বউ হওয়ার স্বপ্নভঙ্গ, হানিমুন প্ল্যান করেও রাখিকে বিয়েতে 'না' পাক অভিনেতার

Rakhi sawant-Dodi Khan: আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিয়ের ঘোষণার পরও অধরা স্বপ্ন। রাখিকে বিয়ে করতে পারবেন না পাক অভিনেতা Dodi Khan। ভিডিওবার্তায় কারণ বাতলালেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rakhi sawant-Dodi Khan: আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিয়ের ঘোষণার পরও  অধরা স্বপ্ন। রাখিকে বিয়ে করতে পারবেন না পাক অভিনেতা Dodi Khan। ভিডিওবার্তায় কারণ বাতলালেন তিনি।

হানিমুন প্ল্যান করেও রাখিকে বিয়েতে 'না' পাক অভিনেতার

Rakhi sawant-Dodi Khan Marraige News: ফের মন ভাঙল বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ন্তের। বিয়ে থেকে হানিমুন, সব প্ল্যানিং করেও তীরে এসে তরী ডুবল। দু-একদিন আগেই রাখি আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শুধু তাই নয়, পাক অভিনেতা-প্রযোজক ও পুলিশ অফিসার Dodi Khan-কে বিয়ে করে দুবাইয়ে সংসার পাতবেন। পাকিস্তানে বসবে বিয়ের আসর আর ভারতে হবে রিসেপশন। মধুচন্দ্রিমায় যাবেন সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে। কিন্তু, আনন্দের মাঝেই তাল কাটল। চোখে জল রাখির। ভিডিওবার্তায় Dodi Khan জানিয়ে দিলেন তাঁর পক্ষে রাখিকে বিয়ে করা সম্ভব হচ্ছে না। 

Advertisment

ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন Dodi Khan। সেখানে রাখি এবম ভারত-পাক সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, 'হ্যালো ভারত ও পাকিস্তান, আমি Dodi Khan। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন আমি রাখি সাওয়ন্তকে প্রোপোজ করেছি। আমি ওনাকে খুব ভালভাবে চিনি তাই প্রপোজ করেছি। কিন্তু, যখন আমি রাখিকে আরও ভালভাবে চিনতে শুরু করলাম তখন বুঝতে পারলাম ভগবানের প্রতি ওঁর অগাধ বিশ্বাস। জীবনে অনেক ওঠা-পরার মধ্যে দিয়ে গিয়েছেন। বাবা-মাকে হারিয়েছেন। তাঁদের অসুস্থতায় সবসময় পাশে থেকেছেন। ওঁর জীবনে পুরুষ এসেছে, তিনি কী করেছেন সকলে জানেন। সেই ট্রমা থেকে অনেক কষ্টে বেরিয়েছেন।'

Advertisment

আরও বলেন, 'রাখি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, উমরাহ গিয়েছেন এমনকী নিজের নাম পরিবর্তনও করে ফতিমা হয়েছেন। এগুলো আমার খুব ভাল লেগেছিল। সেই জন্যই প্রপোজ করেছিলাম। কিন্তু, আমার মনে হচ্ছে, বিয়েটা সম্ভব নয়। আমার কাছে অনেক রকমের মেসেজ-ভিডিও আসছে। ওগুলো আমি মানতে পারছি না। রাখিজি, আপনি আমার খুব ভাল বন্ধু ছিলেন আর থাকবেন। কিন্তু, আমার পক্ষে বিয়ে করাটা সম্ভব নয়। তবে আমি প্রতিজ্ঞা করছি আপনি পাকিস্তানেরই বউ হবেন। আমারই কোনও এক ভাইয়ের সঙ্গে বিয়ে দেব।'

প্রসঙ্গত, ২০২২-এ আদিল খান দুরানির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন রাখি সাওয়ন্ত। ২০২৩-এ আলাদা হয় তাঁদের পথ। একে অপরকে দোষারোপ করেছেন। সেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে ফতিমা হয়েছিলেন রাখি সাওয়ন্ত। আদিলের আগে ব্যবসায়ী রীতেশ সিং-কে বিয়ে করেছিলেন। বিচ্ছেদের পরও  গত বছর রাখির অস্ত্রোপচারের সময় সর্বক্ষণ তাঁর পাশে থেকেছেন।

আরও পড়ুন: পাক অভিনেতা-প্রযোজকের সঙ্গে তৃতীয় বিয়ে, দুবাইয়ে সংসার পাতবেন রাখি, কোথায় হবে হানিমুন?

bollywood movie Bollywood News Rakhi Sawant bollywood actress
Advertisment