Ranveer IGT Row: মা-বাবার সঙ্গম সংক্রান্ত অশ্লীল মন্তব্য, রণবীরের মজার সাজা পাচ্ছেন রাখি সাওয়ন্ত উরফি সহ আর কারা?

Ranveer Allahbadia controversy: মা-বাবার 'সঙ্গম' নিয়ে বিতর্কিত মন্তব্য করে চর্চায় নেট প্রভাবী 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। এই ঘটনায় মহারাষ্ট্রের সাইবার সেল সমন পাঠিয়েছে শোয়ের অতিথি রাখি সাোয়ন্ত, উরফি জাভেদ সহ আরও অনেকেকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zdvsd

রণবীরের মজার সাজা পাচ্ছে রাখি সাওয়ন্ত উরফি সহ আর কারা?

Ranveer Allahbadia Case Update: 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' -এ মা-বাবার 'সঙ্গম' নিয়ে বিতর্কিত মন্তব্য করে চর্চায় নেট প্রভাবী 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। 'তুমি কী তোমার বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও'। মুহূর্তে ভাইরাল হয়ে যায় রণবীরের এই মন্তব্য। তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষও। প্রতিযোগীকে অশ্লীল প্রশ্নের জেরে এক লহমায় ওলোটপালট হয়ে গেল সবকিছু। হাতছাড়া হল লক্ষ লক্ষ ফলোয়ার্স। ব্যক্তিগত সম্পর্কেও ডামাডোল পরিস্থিতি। এই ঘটনায় নাম জড়িয়েছে আরও দুই নেট প্রভাবী সময় রায়না, অপূর্ব মাখিজার বিরুদ্ধেও। তাঁরাও এই শোয়ের অংশ ছিলেন।

Advertisment

IANS-এর রিপোর্ট অনুযায়ী, এই শোয়ের অতিথি রাখি সাওয়ন্ত, সিদ্ধান্ত চতুর্বেদী, রাফতার উরফি জাভেদকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। মিডিয়া রিপোর্ট মোতাবেক, কমেডিয়ান সময় রায়নার আইনজীবী জানিয়েছেন এই মুহূর্তে আমেরিকা ট্যুরে রয়েছেন। ১৭ মার্চ দেশে ফিরবেন সময়। টিকিটও জমা দিয়েছেন সময়ের আইনজীবী। উল্লেখ্য, মহারাষ্ট্রি সাইরবার সেলের পুলিশ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এই শোয়ের সঙ্গে যুক্ত ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। 

'NCW' বা 'ন্যাশনাল কমিশন ফর ওম্যান'-এর তরফেও ইউটিউবার রণবীর, সময় রায়না, অপূর্ব মুখিজা, জ্যাসপ্রীত সিং ও আশীষ চঞ্চলানি সহ প্রযোজক তুষার পুজারি ও সুব্রত বোডরারকে সমন পাঠিয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টের মাধ্যমে অশ্লীল মজা করার অপরাধে ক্ষমা চেয়েছেন রণবীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়ার একটি ভিডিও ভাইরাল। যেখানে কাজ হারানোর জন্য কান্নায় ভেঙে পড়েছেন। 

কাঁদতে কাঁদতে বলছেন, 'আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে।' ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, 'আমার প্রচণ্ড খারাপ লাগছে। কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার সব কাজ হাতছাড়া হয়ে গেল। নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। আমার জন্য পুরো টিমের কাজ বন্ধ হয়ে গেল।' এই ভিডিও দেখে সকলে ভাবছে মা-বাবাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য কাজ হারিয়ে হতাশ রণবীর। কিন্তু, বিষয়টা তা নয়। করোনা আক্রান্ত হওয়ার জন্য এই ভিডিওটি পোস্ট করেছিলেন রণবীর। 

Advertisment

 

আরও পড়ুন: 'বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও নাকি...', অশ্লীল মন্তব্যের জেরে কাজ হারিয়ে কান্না রণবীরের! দেখুন ভিডিও

reality show Rakhi Sawant Youtuber viral youtuber Urfi Javed Ranveer Allahabadia