/indian-express-bangla/media/media_files/2025/09/02/cats-2025-09-02-12-17-30.jpg)
রামের অনুভূতি
Ram Kapoor Selfie: রাম কাপুর, নামটা শুনেই মনে পড়ে যায় কসম সে' ধারাবাহিকের কথা। সময়ের সঙ্গে নিজেকেও অনেকটা বদলে ফেলেছেন অভিনেতা। বয়স বাড়লেও মন যেন এখনও কিশোর। জন্মদিনে সেই প্রমাণই দিলেন অভিনেতা রাম কাপুর। পঞ্চশোর্ধ রাম কাপুরের কাছে বয়স কেবলমাত্র একটি সংখ্যা। ওজান কমিয়ে একেবারে যেন বছর ২০-এর তরুণ তুর্কি রাম কাপুর। ৫২-এ পা রেখে তোয়ালে জড়িয়ে একটি সেলফি পোস্টে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছেন রাম। যা দেখে ক্লিন বোল্ড নেটপাড়া। তোয়ালে জড়ানো সেলফি পোস্ট করে অভিনেতা উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, 'বয়স ৫২ বছর! আমি এখন আগের তুলনায় নিজেকে অনেক বেশি সুস্থ ও তরুণ অনুভব করছি। গত ২৫ বছরে প্রথমবার নিজেকে এত ভাল লাগছে।'
আরও পড়ুন: ১৪০ থেকে কমিয়ে ৮৫! ওষুধ খেলেন? নাকি... কীভাবে এত ওজন কমিয়েছেন রাম?
গত প্রায় দুই বছরে অভিনেতা প্রায় ৫০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। তাই এই জন্মদিন তাঁর কাছে এক্সট্রা স্পেশাল। ওজন কমানোর জার্নি সম্পর্কে বহুবার খোলাখুলি কথা বলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই প্রতিক্রিয়াও ভাগ করে নিয়েছেন। জীবনযাত্রা বদলানোর সিদ্ধান্ত নিয়ে ভারতী সিংয়ের পডকাস্টে রাম কাপুর বলেন, 'স্কটল্যান্ডে Neeyat ছবির শুটিং করার সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। প্রতিদিন তিনবার ইনসুলিন নিতে হত। আমার ওজন ছিল ১৪০ কেজি আর রক্তে শর্করার মাত্রা ছিল অস্বাভাবিক। চিকিৎসক বলেছিলেন, এত কাজ করছি অথচ শরীর এতটাই খারাপ যে কোনও মুহূর্তে স্ট্রোক হতে পারে। তখনই বুঝেছিলাম ওজন কমানো ছাড়া আমার সামনে আর কোনও পথ খোলা নেই।'
তবে এই ওজন কমানো নিয়ে কম বিতর্ক হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই খোঁচা মেরে বলেছিলেন তিনি নাকি ওজেম্পিক ও মউঞ্জারোর মতো ওজন কমানোর ওষুধ ব্যবহার করেছেন। যদিও রাম কাপুর বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে মউঞ্জারো নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করতে হয়নি। রাম কাপুরকে সর্বশেষ দেখা গেছে জিও হটস্টারের ওয়েব সিরিজ Mistry-তে।
আরও পড়ুন ৪২ কেজি ওজন কমিয়ে একেবারে ঝরঝরে ৫১ বছরের রাম কাপুর, তাঁর এখনকার ছবি দেখলে চিনতেই পারবেন না