scorecardresearch

মহালয়ায় প্রয়াত পর্দার ‘রাবণ’ অরবিন্দ ত্রিবেদী, শোকপ্রকাশ রাম-সীতার

শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদিও। শোকের ছায়া বিনোদনজগতে।

Arvind Trivedi, Arvind Trivedi dies, Arvind Trivedi Ramayan, Ravan Arvind Trivedi death, রাবণ অরবিন্দ ত্রিবেদী, অরবিন্দ ত্রিবেদীর মৃত্যু, bengali news today
প্রয়াত পর্দার 'রাবণ' অরবিন্দ ত্রিবেদী

পর্দার রাবণ বলতেই চোখের সামনে ভেসে ওঠে অরবিন্দ ত্রিবেদীর (Arvind Trivedi) মুখ। দশাশয়ী দশানন গোছের চেহারা। রাবণ অবতারে দর্শকদের অভিশাপ কুড়িয়েছিলেন বেজায়। যা একজন অভিনেতার কাছে পুরস্কারপ্রাপ্তির মতোই বটে! রাম-সীতা অরুণ গোভিল এবং দীপিকা চিকলিয়ার পাশপাশি তাঁর অভিনয় ছিল দেখার মতো। টেলি-পর্দার অতিপরিচিত ভিলেন মানেই নাম উঠত ‘রাবণ’ অরবিন্দের। আর সেই অভিনেতাই পিতৃপক্ষে, দেবীপক্ষ সূচনার ঠিক আগে চিরতরে বিদায় নিলেন ইহজগৎ থেকে। মঙ্গলবার গভীর রাতে পরলোক গমন করেছেন অরবিন্দ ত্রিবেদী। যার প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদিও (Narendra Modi)।

বুধবার সকালে অভিনেতা-রাজনীতিক অরবিন্দের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে বিনোদনজগতে। শোকবার্তা জ্ঞাপন করেন টেলিপর্দার রাম-সীতা অরুণ গোভিল (Arun Govil), দীপিকা চিকলিয়া (Dipika Chikhalia) এবং লক্ষণ সুনীল লাহিরও (Sunil Lahri)।

[আরও পড়ুন: মহালয়ায় মহাধামাকা! টলিউডের দুই সুপারস্টার দেব-প্রসেনজিৎ এক সিনেমায়]

রামানন্দ সাগরের হাত ধরে ‘রামায়ণ’ (Ramayan) ধারাবাহিকের সুবাদে বেজায় জনপ্রিয়তা লাভ করেছিলেন অরবিন্দ। সারা জীবন ধরে সেই পরিচয়েই অনুরাগীদের কাছ থেকে ভালবাসা পেয়ে এসেছেন। বয়স হয়েছিল ৮২। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

টেলিভিশনে ‘রামায়ণ’ ছাড়াও একাধিক সিনেমায় অভিনয় করেছেন গুজরাতের এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পদার্প করেছিলেন। ১৯৯১ সালে বিজেপির তরফে টিকিট পেয়ে সবরকণ্ঠ আসন থেকে জিতেছিলেন। লোকসভা সাংসদও ছিলেন অরবিন্দ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ramayans ravan actor arvind trivedi dies modi mourns