scorecardresearch

‘আমায় না জানিয়ে মুম্বাইতে কিছুই হয় না…’ সলমনের কথায় ঢোঁক গিলেছিলেন রামচরণ!

ভাইজানের কথায় চমকে উঠেছিলেন দক্ষিনী সুপারস্টার! তারপর?

salman khan, ramcharan, salman ramcharan, salman bollywood
সলমন-রামচরণ

সিনে ইন্ডাস্ট্রির নাকি ট্রানজিশন হচ্ছে। বলিউডের সঙ্গে দক্ষিণের নানান তারকাদের এক অনন্য সম্পর্ক দানা বাঁধছে। দুই ইন্ডাস্ট্রির তারকারা একে অন্যের সঙ্গে কাজ করছেন। এছাড়া অভ্যন্তরীণ সক্ষতা তো রয়েছেই। তাই তো, রামচরণ এখনও মনে রেখেছেন সলমন খানের আতিথেয়তার কথা।

ভাইজানের আতিথেয়তার তুলনা নেই। একথা বেশিরভাগ সময়েই তারকাদের মুখ থেকে শোনা যায়। এদিকে, বাবা চিরঞ্জিবির সুবাদে রামচরণ যে এই আতিথেয়তা সাক্ষাৎ অনুভব করবেন সেকথা নিজেও ভাবতে পারেন নি। দিল্লিতে এক অনুষ্ঠানে রামচরণ এবং তাঁর বাবা চিরঞ্জীবি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবং সেখানেই সলমনের প্রসঙ্গে নানান কথা বলেন রাম। সলমনের একজন অনুরাগী হিসেবে তাঁর সঙ্গে দেখা করারও ইচ্ছে ছিল, তারই এক সুবর্ন সুযোগ করে দিলেন ভাইজান।

আরও পড়ুন [ ‘আপনি না মহানায়কের নাতি!’ গৌরবের ‘বেমানান’ ফ্যাশন সেন্স দেখে চমকে উঠেছেন ভক্তরা ]

রামচরণ বলেন, “আমি ভাইজানের সঙ্গে দেখা করতে চাওয়ার আগেই উনি বাবার সুবাদে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমায় হঠাৎ একদিন ফোন করে বললেন, যে বেটা তুমি নাকি মুম্বাইতে! আমিও অবাক হয়ে তাঁকে জিজ্ঞেস করি, হ্যাঁ! কিন্তু আপনি কি করে জানলেন? তখন সলমন যা বললেন… মুম্বাইতে আমায় না জানিয়ে কিছুই হয় না। সেখান থেকেই উনার বাড়িতে নিমন্ত্রণ পেলাম, এবং সে যা আতিথেয়তা আমি ভুলব না”।

সলমনের বাড়িতে পার্টি মানেই সে এক অন্যরকম ব্যাপার। পার্টির আমেজই আসে রাত ১১টার পর। সেদিন গোটা বলিউড ভোর রাতে বাড়ি ফেরে বলেও জানা যায়। কিন্তু রাম? তাঁর কথায়, ভাইজান একেবারেই দেরি করান নি। বরং নির্দিষ্ট সময়ের আগেই তাঁকে ছেড়ে দেন। এদিকে, RRR এর অস্কার জয়ের আনন্দে উচ্ছসিত রামচরণ। সপরিবারে সেদিন অস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ramcharan said salman knows everything happen in mumbai560699