Ramleela-Bobby Deol: দশেরা উৎসবে বিশেষ অতিথি ববি, রামলীলা মঞ্চে বিশেষ কিছু ঘটতে চলেছে?

Ramleela-Bobby Deol: লবকুশ রামলীলা কমিটি-র আমন্ত্রণ গ্রহণ করে ববি দেওল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দশেরা উৎসবে ঐতিহ্য মেনে তিনি রাবণের প্রতীকী বধ করবেন।

Ramleela-Bobby Deol: লবকুশ রামলীলা কমিটি-র আমন্ত্রণ গ্রহণ করে ববি দেওল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দশেরা উৎসবে ঐতিহ্য মেনে তিনি রাবণের প্রতীকী বধ করবেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bobby

যা বললেন ববি...

বলিউড তারকা ববি দেওল যোগ দিতে চলেছেন এ বছরের দিল্লির গ্র্যান্ড রামলীলা-য়। ফলে, এবারের দশেরা আরও বিশেষ হতে চলেছে সেখানে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর ঐতিহাসিক লালকেল্লার প্রাঙ্গণে রাবণের কুশপুত্তলিকার প্রতীকী দাহ করবেন ববি।লবকুশ রামলীলা কমিটি-র আমন্ত্রণ গ্রহণ করে ববি দেওল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দশেরা উৎসবে ঐতিহ্য মেনে তিনি রাবণের প্রতীকী বধ করবেন।

Advertisment

আয়োজকদের সঙ্গে শেয়ার করা একটি ভিডিওতে ববি আনন্দ প্রকাশ করে বলেন— " দিল্লির রামলীলায় এবার আমি থাকতে চলেছি। অ্নাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে দশেরাতে।" ববির উপস্থিতি স্বাভাবিকভাবেই প্রচুর দর্শক আকর্ষণ করবে, কারণ প্রতিবছরই এই ইভেন্টে লাখো মানুষ জড়ো হন। কমিটির সভাপতি অর্জুন কুমার জানান, "ববি দেওলের অংশগ্রহণ এই দশেরাকে আরও দর্শনীয় ও স্মরণীয় করে তুলবে।" 

Durga Puja Mahasaptami: মামার বাড়ির পুজোয় আদুরে যুগ, কাজল পুত্রর কান্ডকীর্তি ভাইরাল

Advertisment

লালকেল্লার লবকুশ রামলীলা দেশের অন্যতম আইকনিক উৎসব, যেখানে পৌরাণিক কাহিনি ও আধুনিক মঞ্চায়নের দুর্দান্ত মিশেল ঘটে। এবছর ববিকে তারকা অতিথি হিসেবে পাওয়ায় আয়োজকরা বিশ্বাস করছেন, রাবণ দহন একেবারেই সিনেম্যাটিক ছোঁয়া পাবে। দশেরা বা বিজয়া দশমী, দুর্গাপূজার দশম দিনে পালিত হয়, যা শুভ শক্তির অসুরবিনাশী বিজয়ের প্রতীক।

কর্মজীবনে ববি দেওলের পুনর্জাগরণ উল্লেখযোগ্য। রেস ৩-এ সহ-অভিনয়ের পর তিনি এমএক্স প্লেয়ারের সুপারহিট সিরিজ আশ্রম দিয়ে ফের আলোচনায় আসেন। সম্প্রতি ব্লকবাস্টার অ্যানিমেল-এ তার ভয়ঙ্কর চরিত্রচিত্রণ তাকে ব্যাপক প্রশংসা এনে দিয়েছে। বর্তমানে তিনি নতুন সাফল্যের তরঙ্গে ভাসছেন, যার মধ্যে রয়েছে আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড’।

Dussehra celebration Entertainment News Today bobby deol