Advertisment

পোশাকের মতো সঙ্গী পাল্টান সোহিনী! শোভনের সঙ্গে আদুরে ছবি দিতেই তুলকালাম প্রাক্তন রণজয়ের

প্রাক্তনের কাণ্ডে রেগে আগুন রণজয়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranojoy vishnu, sohini sarkar, sovan ganguly, ranojay sohini, sovan sohini, রণজয়, সোহিনী, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

রণজয় রেগে আগুন?

প্রেম সে কি আর বলে কয়ে হয়? কার কাকে কখন ভাল লাগবে সেটাও সমীকরণে বোঝা সম্ভব না। তবে, টলিপাড়ার বুকে এহেন ঘটনা লেগেই আছে। অর্থাৎ, একদিকে যখন রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়েছেন সোহিনী, তখনই দানা বাঁধছে নতুন গল্প।

Advertisment

কিছুদিন আগেই, শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় এর সোশ্যাল মিডিয়া পেজ থেকে সোহিনীকে জড়িয়ে ধরেই একটি ছবি পোস্ট করা হয়। কিন্তু, মুহূর্তেই সেটি উধাও। পড়ন্ত বিকেলে শিল্পী কাছের মানুষকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করতেই নানা কান্ড। কিন্তু, বেশিক্ষণ সেটি স্থায়ী হয়নি। এমনকি, শোভন এই ছবি পোস্ট করেই লিখেছিলেন, আমার শেষ সবকিছু তোমার জন্য তোলা থাক। সম্পর্কের রাখঢাক গুড়গুড় ভেঙে তাহলে কি ভুল করে ফেললেন শোভন?

আরও পড়ুন - ক্লাস নাইনেই কাণ্ড ঘটিয়েছিলেন! ‘পাকামি মনে হতে পারে’, তাও প্রাক্তনদের নিয়ে ঋতাভরী…

অন্যদিকে সোহিনী সরকারের প্রাক্তন রণজয়। বর্তমানে ব্যস্ত নানা কারণে। একদিকে যেমন স্টার প্লাস এর নতুন ধারাবাহিক শুটিং করে এলেন। তেমনই গতকাল টেলি একাডেমী পুরস্কারে একসঙ্গে নেচে তাক লাগিয়েছেন শ্যামৌপ্তি এবং রণ। কিন্তু, অভিনেতার সঙ্গে সোহিনীর প্রেমের যেমন চর্চা ছিল তেমনই তাঁদের ব্রেকআপের পরে রণজয়কে ফের নানা কথার মুখোমুখি হতে হচ্ছে। কানাঘুষো খবর, তিনি নাকি তাঁর ধারাবাহিকের নায়িকার সঙ্গে প্রেম করছেন। এই প্রসঙ্গেই তিনি সংবাদমাধ্যমে বলেন...

আরও পড়ুন - সায়ন্তিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, ‘চোখ ঘুরছে আমার..’, বিয়ের দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন জায়েদ!

"আমার আর শ্যামির সম্পর্কটা পুরোই রটনা। ও আমার থেকে অনেক ছোট। আমি সত্যি বলতে গেলে পোশাক বদলানোর মত প্রেম বদলাতে পারি না। জীবনে দুমদাম প্রেম আসে না আমার। অন্যদের ক্ষেত্রে হতে পারে। আমি আজও সোহিনী কে সম্মান করি"। দুমদাম প্রেম কিংবা পোশাক বদলানোর কথা বলে আসলেই কি বোঝাতে চাইছেন তিনি? তাহলে কি ইঙ্গিত প্রাক্তন প্রেমিকার দিকেই?

যদিও এই বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে, একথা একদম সত্যি যে প্রাক্তনের নতুন প্রেমের গুঞ্জন তাঁর কান অবধি পৌঁছেছে। সেকারণেই বেকায়দা মন্তব্য তিনি করে বসেছেন। যদিও, পরে সামলে নিয়েছেন। তবে, বর্তমানে প্রেম থেকে আপাতত দূরে রয়েছেন। কিছুদিন আগেই মহালয়ার অনুষ্ঠানে শিব সেজে দুর্দান্ত ট্রোল হয়েছেন তিনি।

tollywood Sohini Sarkar Entertainment News
Advertisment