Advertisment
Presenting Partner
Desktop GIF

Ranbir -Sanjay Leela Bhansali : 'উনি আমার গডফাদার', ১৭ বছর পর গ্র্যান্ড কামব্যাক, বনসালী প্রসঙ্গে আপ্লুত রণবীর

Ranbir -Bhansali Reunite : দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে কাজ করছেন রণবীর কাপুর ও সঞ্জয়লীলা বনসালী। গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বনসালীকে গডফাদার হিসেবে সম্বোধন করলেন রণবীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranbir Kapoor, Sanjay Leela Bhansali, Ranbir Kapoor-Sanjay Leela Bhansali, bollywood, Raj Kapoor's birth Anniversary, রণবীর কাপুর, রাজ কাপুরের জন্মদিন, সঞ্জয়লীলা বনশালি, bengali news today, bollywood news

১৭ বছর পর গ্র্যান্ড কামব্যাক

Ranbir -Bhansali Reunite After 17 years: সালটা ছিল ২০০৭। সেই বছর মুক্তি পেয়েছিল সাওয়ারিয়া। রণবীর কাপুর, সোনম কাপুর ও রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি বক্স অফিসে মোটামুটি ভালই সাড়া ফেলেছিল। পরিচালক সঞ্জয়লীলা বনসালীর হাত ধরে ২০০৭-এ ইন্ডাস্ট্রিতে অভিষেক কাপুর পরিবারের ছেলে রণবীর কাপুরের। প্রথম ছবিতে রণবীরের অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। বনসালীর সঙ্গে কাজ করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি রণবীরকে। একের পর এক ছবিতে কাজের সুযোগ পেয়েছেন। তবে বনসালী-রণবীর জুটিকে আর কখনও কাজ করতে দেখা যায়নি। 

Advertisment


চলতি বছরের গোড়ার দিকে বনসালী তাঁর পরবর্তী ছবির কথা ঘোষণা করেছিলেন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণবীরকে। এই খবরে দারুণ খুশি হয়েছিল হিন্দি ছবির দর্শক। ফের বড় পর্দায় বনসালী-রণবীর জুটির ম্যাজিক দেখার আনন্দটাই তো আলাদা। দীর্ঘ ১৭ বছর পর আবার এই জুটির গ্র্যান্ড কামব্যাক! সঞ্জয়লীলা বনসালীর সঙ্গে 'লাভ অ্যান্ড ওয়ার'-এ রণবীরের কাছে কাজের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। বনসালীর সঙ্গে ফের কাজের সুযোগ পেয়ে রণবীর যে দারুণ খুশি সেটাই ব্যক্ত করেছিলেন অভিনেতা।

 আরও পড়ুন: ছিঃ এ কী কাণ্ড! কিশোর কুমারকে চিনতেন না আলিয়া, হাটে হাঁড়ি ভাঙলেন রণবীর

গোয়ায় অনুষ্ঠিত ৫৫ তম ফিল্ম ফেস্টিভ্যাল-এ রকস্টার রণবীরকে সঞ্জয়লীলা বনসালীর সঙ্গে ফের কাজের বিষয়ে প্রশ্ন করা হয়।  উত্তরে রণবীর বনসালীকে 'গডফাদার' হিসেবে সম্বোধন করেন। তিনি বলেন, বনসালীর জন্যই সিনেমা ও অভিনয় সম্পর্কে জ্ঞানার্জন করতে পেরেছেন। রণবীরের বক্তব্য, 'উনি একফোঁটাও বদলায়নি। প্রচণ্ড হার্ড ওয়ার্কিং। উনি সবসময় সিনেমা নিয়ে ভাবনাচিন্তা করেন। চরিত্রটা সম্পর্কে বলে দেন। এরপর সেই অভিনেতাকে নতুনভাবে সৃষ্টি করেন। তাঁর কাজের মধ্যে নতুনত্ত্ব আনার একটা প্রয়াস থাকে।'

সঞ্জয়লীলা বনসালীর আপকামিং ছবিতে রণবীরের সঙ্গে স্ক্রিন করতে দেখা যাবে আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। ২০২২-এ বনসালীর সঙ্গে 'গাঙ্গুবাই কাঠিওয়াড়িতে' কাজ করেছিলেন আলিয়া। এই ছবিতে দ্বিতীয়বার বনসালীর সঙ্গে কাজ করছেন মিসেস কাপুর। ২০২৬-এর ২০ মার্চ বিগ স্ক্রিনে মুক্তি পাবে রোম্যান্টিক থ্রিলার 'লাভ অ্যান্ড ওয়ার'। রণবীরের পাইপলাইনে রয়েছে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'। যেখানে রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এই ছবিটিও মুক্তি পাবে ২০২৬-এর ৬ নভেম্বর। একই বছরে মুক্তির অপেক্ষায় রণবীর কাপুর অভিনীত দুটি বিগ বাজেটের ছবি। 

Bollywood Actor ranbir kapoor Sanjay Leela Bhansali Bollywood News Ranbir-Alia bollywood movie
Advertisment