'আমরা বিয়ে কবে করছি?', প্রকাশ্যেই আলিয়াকে প্রশ্ন রণবীরের, লজ্জায় লাল হলেন ভাট-কন্যা

'ব্রহ্মাস্ত্র'র প্রমোশনে আলিয়া-রণবীরের রোম্যান্সে দেখে হতবাক পাপ্পারাজিরা।

'ব্রহ্মাস্ত্র'র প্রমোশনে আলিয়া-রণবীরের রোম্যান্সে দেখে হতবাক পাপ্পারাজিরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranbir Kapoor, Alia Bhatt, Ranbir Kapoor-Alia Bhatt, Ranbir-Alia Marriage, Brahmastra, রণবীর-আলিয়া, রণবীর কাপুর, আলিয়া ভাট, ব্রহ্মাস্ত্র, bollywood, bengali news today

রণবীর-আলিয়া

সম্পর্কের শুরুটা হয়েছিল 'ব্রহ্মাস্ত্র'র (Brahmastra) সেট থেকেই। আর সেই ছবিরই প্রমোশনেই প্রকাশ্যে আলিয়া ভাটের (Alia Bhatt) প্রতি প্রেম নিবেদন করলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। রাখঢাক না করেই জনসমক্ষে আলিয়ার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন কাপুর-নন্দন- "আমরা বিয়েটা কবে করছি?" প্রেমিকের মুখ থেকে এমন কথা শুনে তো লজ্জায় লাল হয়ে গেলেন ভাট-কন্যা।

Advertisment

"কবে বিয়ে করছেন আপনারা?" অভিনেতাকে সরাসরি প্রশ্ন করেন এক ভক্ত। যা শুনে রণবীর-আলিয়া লজ্জায় লাল হয়ে যান। যদিও প্রশ্নের উত্তর দিতে দেরি করেননি তিনি। পাল্টা জবাব, গত এক বছরে তো অনেকে বিয়ে করে নিয়েছেন। আমার মনে হয়, আপাতত ওটাতেই সন্তুষ্ট থাকা উচিত। এরপরই আলিয়ার দিকে ঘুরে প্রশ্ন ছোঁড়েন, "আমরা বিয়েটা কবে করছি?" প্রকাশ্যে একথা শুনে হতভম্ব অভিনেত্রীর মন্তব্য, "আমাকে কেন জিজ্ঞেস করছ?" পরিচালক অয়নের দিকেও জিজ্ঞাসু মুখ করে তাকান রণবীর। গোটা অনুষ্ঠানে প্রেমিকা আলিয়ার প্রতি প্রেম নিবেদন করার সুযোগ ছাড়েননি রণবীর কাপুর।

publive-image

<আরও পড়ুন: ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ থেকে বাদ অনুষ্কা শর্মা! বিরাট-ঘরনির বদলে কে?>

Advertisment

"সবাই কেন R-এর সঙ্গে তোমার সম্পর্কের কথা জানতে চায়?" আলিয়াকে সটান প্রশ্ন করে বসেন রণবীর। অভিনেত্রীও কম যান না। তাঁর সপাট উত্তর, "R-ই আমার জীবনের সবথেকে বড় সত্যি। আর হ্যাঁ আমার লাকি নম্বরও ৮।" রণবীরও সংবাদমাধ্যনের কাছে জানালেন, 'ব্রহ্মাস্ত্র' শুটের প্রথম দিন থেকেই তাঁরা একে অপরকে ডেট করছেন।

publive-image

বি-টাউনে এখন বিয়ের মরসুম। রাজকুমার-পত্রলেখার পর গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ওদিকে রণবীরের আরেক প্রাক্তন দীপিকা পাড়ুকোনও বছর দুয়েক আগে সংসার পেতে ফেলেছেন রণবীর সিংয়ের সঙ্গে। অতঃপর, সবার নজর এখন রণবীর-আলিয়ার বিয়ের দিকে। কবে বিয়ে করছেন দুই তারকা? কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। প্রথমদিকে কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও পরের দিকে বিভিন্ন জায়গায় আলিয়াকে মুখ খুলতে দেখা গিয়েছে। একাধিক জায়গায় দুই তারকার প্রেমআলাপও ক্যামেরা বন্দী হয়েছে। এমনকী করিনা কাপুর খানও আলিয়াকে নিজের ভাইয়ের বউ হিসাবে দেখতে চান জানিয়ে দিয়েছেন প্রকাশ্যে। আর বুধবার দিল্লিতে 'ব্রহ্মাস্ত্র'র মোশন পোস্টার লঞ্চের দিন এক ভক্তের প্রশ্নের উত্তর দিয়েই বসলেন রণবীর কাপুর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

alia bhatt Ranbir-Alia ranbir kapoor bollywood Entertainment News