scorecardresearch

‘করণের জন্যই মান সম্মান ডুবেছে…’, বোন করিনার সামনেই স্বীকার করলেন রণবীর!

কী এমন করেছেন করণ, যার জন্য রেগে আগুন রণবীর?

ranbir kapoor, kareena kapoor, karan johar
করণকে বিঁধলেন রণবীর?

বলিপাড়ায় এখন শুধুই রণবীর ম্যাজিক। তু ঝুটি ম্যায় মক্কার ছবির সাফল্যে এখন অনেকটাই নিশ্চিন্ত রণবীর। ছবি রিলিজের আগে এবং পরে গানকে নানান শোয়ে দেখা গেছে। কিছুদিন আগেই বোন করিনার শোয়ে এসেছিলেন তিনি। সেখানেই বলি পাড়ার এক পরিচিত নামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রণবীর।

শান্ত স্বভাবের রণবীরের কাছে বলিপাড়ার সব খোঁজই থাকে। সকাল হতেই খবরের ডালা নিয়ে হাজির হন তাঁর দলবল। তার এই সিক্রেট বিষয়কেই সকলের সামনে এনেছিলেন পরিচালক প্রযোজক করণ জোহর। এবার কিনা নিজেদের কাছের করণের ওপরেই ভরকে গিয়েছেন তিনি। করিনা এবং  রণবীরকে নিয়ে নানান মন্তব্য করেছেন করণ। যেকারনে নাকি মান সম্মান সব ধুলোয় মিশে গিয়েছে তাঁদের! অভিনেতা বললেন…

আরও পড়ুন [ ‘নিন্দুকেরা তো বলবেই…’, বউয়ের গালে চুমু এঁকে ‘অহেতুক’ উত্তেজনা থামালেন দুর্নিবার! ]

“নিজের শো তো বটেই, অন্যান্য শোয়ে গিয়েও আমাদের দুজনকে নিয়ে যা নয় তাই বলে করণ। আমাদের যে মান সম্মান ডুবে গেছে এজন্য একমাত্র দায়ী ওই। লোকজন এখন ভুল ভাবে আমাদের।” একবার নয়, অন্তত বেশ কয়েকবার রিয়ালিটি শোয়ের মঞ্চে করণ জানিয়েছিলেন, ইনফরমেশন যদি করিনা হন তবে ব্রডকাস্ট রণবীর কাপুর। তাহলে কি এইকারণেই এখন খবর আসছে না ভাই বোনের কাছে? সকলেই কি নানান কিছু লুকিয়ে যাচ্ছেন তাঁদের থেকে?

উল্লেখ্য, করিনার সঙ্গে সবসময়ই তাঁর সম্পর্ক একটু অন্যধরনের। তৈমুরের ছোটবেলায় বেশ একসঙ্গে সময় কাটাতেন রণবীর। পরিবারে এই জেনারেশনে একমাত্র ছেলে, যথারীতি খুব আদরের রণবীর এবং বিশেষ করে রাহা। অভিনেতার কথায়, “এখন তৈমুর বড় হয়ে গেছে তাই ওর ওপর থেকে নজর সরে গেছে অনেকের নাহলে ওর জন্য আমাদের ছবি উঠত না।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor blamed karan johar to talk rubbish about him and kareena