Advertisment
Presenting Partner
Desktop GIF

জানলা দিয়ে উঁকি-ঝুঁকি...! রণবীরের গালে কষিয়ে চড় বসান স্কুলের প্রিন্সিপাল

কাপুর বংশের ছেলে তাতে কী? স্কুলের প্রিন্সিপালের কাছে পার পাননি অভিনেতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranbir Kapoor, Ranbir Kapoor news, Alia Ranbir, Alia Bhatt, Ranbir Kapoor films, Kapil Sharma Show, bollywood news, রণবীর কাপুর, রণবীর আলিয়া, আলিয়া ভাট, রণবীর কাপুরের সিনেমা, কপিল শর্মা শো, বলিউডের খবর

রণবীর কাপুর

কাপুর বংশের ছেলে বলে কথা! শৈশব থেকেই ফটোশিকারিদের তাড়ায় অভ্যস্ত রণবীর কাপুর। তবে স্কুলে কোনওরকম ছাড় ছিল না। কড়া শাসনে ছাত্রজীবন কেটেছে অভিনেতার। ক্লাসে বদমাইশি করলেই শাস্তি খেতে হত। একদিন তো স্কুলের প্রিন্সিপালের কাছেই কষিয়ে থাপ্পড় খান রণবীর। ঘটেছিল এক মজার ঘটনা।

Advertisment

কী সেটা? স্কুলে একদিন গুরুগম্ভীর আলোচনা চলছিল ক্লাসে। চতুর্থ শ্রেণীতে পড়েন তখন কাপুর-পুত্র। তবে সেটায় কোনওরকম মন-ই ছিল না রণবীরের। ভীষণ একঘেয়ে লাগছিল তাঁর। জানলা দিয়ে বাইরে উঁকি-ঝুঁকি মারছিলেন। তখনই প্রিন্সিপালের চোখে ধরা পড়ে যান। আর রক্ষে নেই। ক্লাস ভর্তি বন্ধুবান্ধবদের সামনে কান মোলা খান। শুধু তাই নয়, কষিয়ে চড় বসান রণবীরের গালে। তারপর চুলের মুঠি ধরে ক্লাসে যথাস্থানে বসান অভিনেতাকে।

<আরও পড়ুন: মাঝরাতে মন্নতের পাঁচিল টপকে সোজা শাহরুখের অন্দরমহলে ২ যুবক, তারপর ধুন্ধুমার কাণ্ড!>

publive-image
স্কুলে পড়াকালীন রণবীর কাপুরের ছবি

সম্প্রতি, কপিল শর্মা শোয়ে 'তু ঝুটি ম্যায় মক্কার' সিনেমার প্রচার করতে এসেই শৈশবের সেই ঘটনা শেয়ার করেন রণবীর কাপুর। যা শুনে দর্শকরা হেসে গড়িয়ে যান। আসলে শোয়ের সঞ্চালক কপিল-ই জিজ্ঞেস করেন, "ছবিতে যেরকম আপনারা একে-অপরকে মিথ্যে কথা বলে সমস্যায় জড়িয়ে যান, বাস্তবজীবনে কখনও ফাঁকি দেওয়ার জন্য কোনও সমস্যার সম্মুখীন হয়েছিলেন?" সেই প্রশ্নের উত্তরেই রণবীর ক্লাসে চড় খাওয়ার ঘটনা স্বীকার করেন।

alia bhatt Ranbir-Alia The Kapil Sharma Show ranbir kapoor bollywood Bollywood News Entertainment News
Advertisment